TRENDING:

Howrah News: শ্রীরামকৃষ্ণের চিকিৎসক, দেশের দ্বিতীয় এমডি! হাওড়ার ভূমিপুত্র ডঃ মহেন্দ্রলাল সরকার

Last Updated:

Howrah News: ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স এর প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ পরমহংসদেবের চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের জন্মভূমি হাওড়ার এই প্রত্যন্ত গ্রাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: দেশে বিজ্ঞান শিক্ষার বিকাশে হাওড়ার ভূমিপুত্র ডাক্তার! তাঁর হাত ধরেই চিকিৎসা শাস্ত্রে আমূল পরিবর্তন। চিকিৎসার পাশাপাশি গবেষণায় রয়েছে মুখ্য অবদান। যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের চিকিৎসক। এমডি চন্দ্রকুমার দে’র পরে দেশে দ্বিতীয় এমডি হয়ে ছিলেন মহেন্দ্রলাল সরকার। এলোপ্যাথি চিকিৎসায় ডিগ্রি অর্জনের পর। একজন সেরা এলোপ্যাথিক চিকিৎসক হিসাবে কাজ শুরু করেন। হোমিওপ্যাথি চিকিৎসা অবৈজ্ঞানিক বলে মনে করেন। কিন্তু মরগান লিখিত ‘ফিলোজফি অফ হোমিওপ্যাথি ‘ বই পড়ে হোমিওপ্যাথি চর্চা শুরু করেন। পরবর্তী সময়ে বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশন এর একটি অনুষ্ঠানে এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতির চেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক বেশি কল্যাণকর।
advertisement

এই উক্তির জেরে তাঁকে কলকাতার ব্রিটিশ চিকিৎসকগণ তাঁকে অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করেন। পরবর্তী সময়ে তিনি দেশের সেরা হোমিওপ্যাথিক চিকিৎসা হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন।

ডাক্তার মহেন্দ্রলাল সরকার ১৮৩৩ সালে হাওড়ার পাইকপাড়া প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর বয়সে পিতৃ বিয়োগের পর মামার বাড়িতে চলে যান। সেখান থেকেই লেখাপড়া, হেয়ার স্কুল ও হিন্দু কলেজে লেখাপড়া করেন। শুরু থেকেই অত্যন্ত মেধা ছিলেন।

advertisement

এরপর বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে জ্ঞান অর্জনের জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। ১৮৬২ খ্রিস্টাব্দ মধ্যে আইএম এস ও এম ডি ডিগ্রি লাভ করেন। বিজ্ঞান চর্চার লক্ষ্যে একটি জাতীয় বিজ্ঞান সমিতি গঠনে বরাবর সচেষ্ট ছিলেন ১৮৬৭ খ্রিস্টাব্দ থেকে এর প্রচার শুরু করেন। বহু মানুষের কাছে বিভিন্নভাবে সহযোগিতার আবেদন জানান, তাতে বহু মানুষের সাড়া মিললেও একাংশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল তবে তিনি থেমে যাননি। ১৮৭৬ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠা করেন।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এরপর এই প্রতিষ্ঠানের সঙ্গে ভারতীয় বিজ্ঞানীদের যুক্ত করেন। তবে প্রকৃত সাহায্যের অভাবে তিনি এই অ্যাসোসিয়েশনকে রয়েল ইনস্টিটিউটের মর্যাদায় কিছুই তো করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছিলেন শেষ জীবনে। ১৯০৪ সালে পরলোক গমন করেন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার। তাঁর মৃত্যুর পর, এই অ্যাসোসিয়েশন জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের মর্যাদা লাভ করে। তাই ডাঃ মহেন্দ্রলাল সরকারকে ভারতের জাতীয় বিজ্ঞানের জনক হিসাবে অমর হয়ে রয়েছেন।

advertisement

জাতীয় বিজ্ঞানের জনক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের জরাজীর্ণ বসত বাড়ি রয়েছে হাওড়ার পাইকপাড়া গ্রামে। তার জ্ঞাতির কিছু পরিবার আজও সেই স্থানে বসবাস করছেন দেশের বিখ্যাত আধুনিক বিজ্ঞান চর্চার জনক ডাঃ মহেন্দ্রলাল সরকারের স্মৃতি নিয়ে।

আরও পড়ুন: New Business Opportunity: বিঘার পর বিঘা বাগান! ধান ছেড়ে সুপারি চাষে জোর জয়নগরে

আরও পড়ুন: Padma Awards 2025: অরিজিৎ সিং, মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন! তালিকায় রয়েছে বাংলার আরও নাম! জানুন

advertisement

মাটির পুরনো মাটির বাড়ির সামনে একটি ছোট্ট টিনের চালের বাড়ি। এই বাড়িতেই রাখা ডাক্তার মাহিন্দুলাল সরকারের প্রতিকৃতি। বাড়ির অদূরে তাঁর নামানুসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর সহযোগিতায় একটি চিকিৎসা কেন্দ্র। সেখানেই ভারত বিখ্যাত ডাক্তারের পূর্ণ মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। বিখ্যাত ডাক্তারের স্মরণে সামান্য খরচে গ্রামের দিন দরিদ্র মানুষের সেবায় হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা চলে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিনেদুপুরে হঠাৎ হামলা, কাজে যেতেও ভয়! শিয়ালের তাণ্ডবে অতিষ্ঠ সোনাপলাশী
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শ্রীরামকৃষ্ণের চিকিৎসক, দেশের দ্বিতীয় এমডি! হাওড়ার ভূমিপুত্র ডঃ মহেন্দ্রলাল সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল