হাওড়ার প্রত্যন্ত গ্রাম বড়গাছিয়ায় বাড়ি পারমিতার। ২০১৪ সাল থেকে কর্ণাটকের হয়ে খেলেছেন, ২০১৮ সালে বছর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন তিনি। ভারতীয় মহিলা ফুটবলের একজন গুরুত্বপূর্ণ ও পরিচিত মুখ পারমিতা। তিনি তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দলের সহকারী কোচ। নিতা ফুটবল অ্যাকাডেমি নামে তাঁর একটি অ্যাকাডেমিও রয়েছে।
advertisement
২০১৩ সালে প্রাক-অলিম্পিক বাছাই পর্বে জাতীয় দলে খেলেছিলেন পারমিতা। কর্ণাটক মিডিয়া ২০১৪ ইনচিয়ন এশিয়াডের স্ট্যান্ডবাইদের মধ্যেও ছিলেন তিনি। এছাড়া বাংলার সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপ রানার্স-আপ ট্রফি, BUFC-এর সঙ্গে KSFA মহিলা সুপার ডিভিশন লিগ শিরোপা অর্জন করেছেন।
৩৬ বছর বয়সী পারমিতা রাজ্যে মহিলা ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করে বলেন, এখানে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাঁর কথায়, ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দলকে আরও বেশি আক্রমণাত্মক হতে হবে, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে তাঁরা ভালভাবে পুরো ম্যাচ খেলতে পারে। সেই সঙ্গেই মানসিক দৃঢ়তাও জরুরি, যাতে তাঁরা চাপের মুখে ভাল খেলতে পারেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পারমিতা বলেন, প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব দক্ষতা উন্নত করতে হবে। ড্রিবলিং, পাসিং এবং শ্যুটিং-এর মতো মৌলিক বিষয়গুলিতে আরও বেশি অনুশীলন করতে হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও সাহস অর্জন করতে হবে যা খেলোয়াড়দের অনেক দূর নিয়ে যেতে পারে। দলের মধ্যে এই গুণগুলি ছড়িয়ে দিতে হবে। এসব টিপস মেনে চললে ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল ভবিষ্যতে আরও সাফল্য পাবে বলে আশাবাদী অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দলের সহকারী কোচ পারমিতা।