Asansol: বোতলবন্দি শহরের গন্ধ! নাকে শুঁকেই চিনুন আসানসোলের আনাচ-কানাচ, 'এই' অভিনব জিনিস দেখতে কোথায় যেতে হবে, কী করতে হবে জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Asansol: অপরিচিত বা পরিচিত কোনও এলাকায় গেলে সেখানকার কিছু কিছু গন্ধ অনেকের নাকে ঢুকে যায়। কখনও সেই গন্ধ ঝাঁঝালো হয়, কখনও আবার মিষ্টি। আসানসোলের এমনই বেশ কিছু এলাকার গন্ধ সংগ্রহ করা হয়েছে।
আসানসোল, রিন্টু পাঁজাঃ শহরের বিভিন্ন এলাকা সাধারণত চোখে দেখেই চেনা যায়। কেউ কেউ পরিচিত কিছু শব্দ শুনে, কখনও আবার এলাকায় গিয়ে খাদ্যের স্বাদ নিয়ে জায়গা চেনার চেষ্টা করেন। তবে এবার গন্ধ শুঁকেই এলাকা চেনা যাবে! এমনই জিনিস তৈরি করে তাক লাগাল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
অপরিচিত বা পরিচিত কোনও এলাকায় গেলে সেখানকার কিছু কিছু গন্ধ অনেকের নাকে ঢুকে যায়। এর মাধ্যমে সেই জায়গার সঙ্গে একটা পরিচিতি হয়ে যায়। কখনও সেই গন্ধ ঝাঁঝালো হয়, কখনও আবার মিষ্টি। এবার সেই গন্ধ শুঁকেই আসানসোলের শহরের বিভিন্ন এলাকা বলে দেওয়া যাবে।
আরও পড়ুনঃ আধুনিকতার দাপটে কোণঠাসা লোক সংস্কৃতি! হারাতে বসেছে গ্রামবাংলার প্রাচীন চাং শিল্প, শতাব্দী প্রাচীন ঐতিহ্য আজও অনেকের অজানা
এই বিষয়ে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনিও এই মিউজিয়ামে আসতে পারবেন। তার জন্য বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল মেইল আইডি রয়েছে, সেখানে মেইল করে আসার জন্য অনুমতি নিতে হবে”।
advertisement
advertisement
আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে নামাঙ্কিত। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। বিশ্ববিদ্যালয়ে রয়েছে একাধিক বিভাগ। ছাত্র-ছাত্রীদের এখানে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর কাজ করা হয়। সেই কাজগুলি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে রাখা আছে।
সেই মিউজিয়ামেই অন্যান্য জিনিসের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার কয়েকটি গন্ধ রয়েছে। সেই গন্ধগুলি শুঁকেই নিয়েই বলে দেওয়া যাবে সেটি কোন জায়গার গন্ধ। মুন্সীবাজারের মশলা শস্যদানার গন্ধ, বার্নপুর শিল্প শহরের গন্ধ, বস্তিন বাজারের প্রাচীন আতরের দোকানের গন্ধ সহ বিভিন্ন এলাকার গন্ধ সংগ্রহ এখানে করে রাখা আছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কাজ করতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। প্রায় এক বছর ধরে বিভিন্ন জায়গায় সার্ভে করে গন্ধ সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, গন্ধের জন্য কোনও বস্তুকে তুলে নিয়ে এসে রাখা হয়নি। এই গন্ধ সংরক্ষণ করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাহায্য নেওয়া হয়েছে। সেই সাহায্য নিয়েই বিভিন্ন গন্ধ বোতলবন্দি করে রাখা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 08, 2025 3:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol: বোতলবন্দি শহরের গন্ধ! নাকে শুঁকেই চিনুন আসানসোলের আনাচ-কানাচ, 'এই' অভিনব জিনিস দেখতে কোথায় যেতে হবে, কী করতে হবে জানুন
