আগামী ১৩/০৯/২৫ তারিখ (শনিবার) হাওড়া পুরসভার পদ্মপুকুর জলপ্রকল্পে কিছু জরুরি মেরামতির কাজের কারণে শনিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সন্ধে ৭:৩০ জল সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ভাই চাষ করতে যেতেই লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দাদা! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা
advertisement
জানা গিয়েছে, গঙ্গা থেকে জল উত্তোলনে কিছু সমস্যা দেখা দিয়েছে। যে কারণে জল সরবরাহের কাজে সমস্যা তৈরি হচ্ছে। সেই ত্রুটি সংশোধনের কাজই করা হবে। এর জন্য পদ্মপুকুর ইনটেক পয়েন্টে একটি পাম্প মেরামতি করা হবে। যুদ্ধকালীন তৎপরতায় গোটা কাজ হবে।
আরও পড়ুন: অশান্ত নেপালে আটকে বহু বাঙালি! কেউ বেড়াতে, কেউ চিকিৎসার জন্য গিয়েছিলেন, কেমন আছেন পর্যটকরা?
হাওড়া পুরসভার অধীনে মোট ৫০ টি ওয়ার্ড আছে। প্রতিটি ওয়ার্ডেই শনিবার দুপুর থেকে কয়েক ঘণ্টারর জন্য জল সরবরাহ ব্যাহত হবে। তবে এর প্রভাব শুক্রবার পড়বে না। এদিন রোজের মতোই স্বাভাবিক জল সরবরাহ করা হবে। জল সরবরাহ ব্যহত হওয়ার বিষয়টি পুর কর্তৃপক্ষের তরফ থেকে আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়ায় অসুবিধার মাত্রা কিছুটা কম হতে পারে। কারণ শহরবাসীরা প্রয়োজনমতো জল শুক্রবার সঞ্চয় করে রাখতে পারবেন। এই বিষয়ে পরবর্তী কোনও আপডেট এলে তা প্রতিবেদনে আমরা যোগ করে দেব।