কোন খাবার উপকারী, কোনটা ক্ষতিকর? ভাল খাবার-মন্দ খাবার চেনাতে বিশেষ আয়োজন, হাড়োয়ায় অভিনব উদ্যোগ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Food Awareness Exhibition: আয়োজকদের দাবি, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলেই কুপুষ্টি, রক্তাল্পতা, শিশুমৃত্যু, অপুষ্টিজনিত নানা সমস্যা অনেকটা কমানো সম্ভব। এই প্রদর্শনীতে বাল্যবিবাহ, শিশুশ্রম, পণপ্রথা, বাড়িতে অনিরাপদ সন্তান প্রসবের বিরুদ্ধেও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়
হাড়োয়া, জুলফিকার মোল্যাঃ ভাল খাবার-মন্দ খাবার চেনাতে আয়োজিত হল বিশেষ প্রদর্শনী। সচেতনতার বার্তা দেওয়া হল গ্রামে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রদর্শনী। আয়োজনে অংশ নেন এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী। মূল লক্ষ্য ছিল, গ্রামীণ মানুষকে হাতেকলমে বোঝানো কোন খাবারে কোন পুষ্টি উপাদান রয়েছে। কোন খাবার শরীরের পক্ষে উপকারী ও কোন খাবার ক্ষতিকর।
প্রদর্শনীতে বিভিন্ন ধরণের শাকসবজি, ডাল, ডিম, দুধ, ডালিয়া ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্যসামগ্রীর পুষ্টিগুণ তুলে ধরা হয়। পাশাপাশি বেশি তেল, মশলাযুক্ত ভাজা খাবার, জাঙ্ক ফুড ও অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবারের ক্ষতিকর দিকও ব্যাখ্যা করা হয়।
আরও পড়ুনঃ দুর্গাপুরে হাওড়া ব্রিজ! ১৪ লক্ষ বাজেট, জোরকদমে চলছে কাজ! শহরবাসীর জন্য বড় চমক
আয়োজকদের দাবি, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলেই কুপুষ্টি, রক্তাল্পতা, শিশুমৃত্যু এবং অপুষ্টিজনিত নানা সমস্যা অনেকটাই কমানো সম্ভব। শুধু খাদ্য নয়, এদিনের প্রদর্শনীতে বাল্যবিবাহ, শিশুশ্রম, পণপ্রথা ও বাড়িতে অনিরাপদ সন্তান প্রসবের বিরুদ্ধেও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে মানুষকে অবগত করা হয়েছে, তেমনই অন্যদিকে সমাজকে অশিক্ষা ও কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করার ডাক দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, আইসিডিএস প্রকল্পের আওতায় তাঁরা সারাবছরই ফিল্ডে নেমে শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করেন। এরই ধারাবাহিকতায় এই প্রদর্শনীর মাধ্যমে গ্রামের মানুষকে আরও ঘনিষ্ঠভাবে সচেতন করার চেষ্টা করা হয়েছে। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা অঙ্গনওয়াড়ি কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরণের কর্মসূচি গ্রামে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও উন্নত সমাজ গঠনে বড় ভূমিকা নেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 6:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোন খাবার উপকারী, কোনটা ক্ষতিকর? ভাল খাবার-মন্দ খাবার চেনাতে বিশেষ আয়োজন, হাড়োয়ায় অভিনব উদ্যোগ