প্রদর্শনীতে বিভিন্ন ধরণের শাকসবজি, ডাল, ডিম, দুধ, ডালিয়া ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্যসামগ্রীর পুষ্টিগুণ তুলে ধরা হয়। পাশাপাশি বেশি তেল, মশলাযুক্ত ভাজা খাবার, জাঙ্ক ফুড ও অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবারের ক্ষতিকর দিকও ব্যাখ্যা করা হয়।
আরও পড়ুনঃ দুর্গাপুরে হাওড়া ব্রিজ! ১৪ লক্ষ বাজেট, জোরকদমে চলছে কাজ! শহরবাসীর জন্য বড় চমক
advertisement
আয়োজকদের দাবি, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলেই কুপুষ্টি, রক্তাল্পতা, শিশুমৃত্যু এবং অপুষ্টিজনিত নানা সমস্যা অনেকটাই কমানো সম্ভব। শুধু খাদ্য নয়, এদিনের প্রদর্শনীতে বাল্যবিবাহ, শিশুশ্রম, পণপ্রথা ও বাড়িতে অনিরাপদ সন্তান প্রসবের বিরুদ্ধেও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে মানুষকে অবগত করা হয়েছে, তেমনই অন্যদিকে সমাজকে অশিক্ষা ও কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করার ডাক দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, আইসিডিএস প্রকল্পের আওতায় তাঁরা সারাবছরই ফিল্ডে নেমে শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করেন। এরই ধারাবাহিকতায় এই প্রদর্শনীর মাধ্যমে গ্রামের মানুষকে আরও ঘনিষ্ঠভাবে সচেতন করার চেষ্টা করা হয়েছে। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা অঙ্গনওয়াড়ি কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরণের কর্মসূচি গ্রামে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও উন্নত সমাজ গঠনে বড় ভূমিকা নেবে।