ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম অ্যামাজন নদীর অববাহিকার স্থানীয় উদ্ভিদ। এটিকে ভিক্টোরিয়া ওয়াটার লিলি বা জায়ান্ট ওয়াটার লিলিও বলা হয়। অসংখ্য পাপড়ি বিশিষ্ট সুদর্শন একটি ফুল ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম। বৃহৎ আকৃতির পাতার তুলনায় ফুল অনেকটা ছোট। ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম রঙ পরিবর্তনের জন্য বেশ আকর্ষণীয়। সারা দিনে কখনও গোপালী, কখনও হালকা গোলাপী এবং সাদা রঙের হয়।
advertisement
এ প্রসঙ্গে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন যুগ্ম অধিকর্তা ডঃ দেবেন্দ্র সিং জানান, বোটানিক্যাল গার্ডেনের অন্যতম অ্যামাজনের এই পদ্ম। বিশাল আকৃতির পাতার জন্য এটি বিখ্যাত পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে। এর ফুলের বৈশিষ্ট্য বেশ আকর্ষণীয়। আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানের বিভিন্ন স্থানে রয়েছে। যেমন বিখ্যাত বটগাছের পাশের লেক, কিংস লেক চরক উদ্যানের মধ্যের জলাশয়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম ভাল মাটি জল এবং উপযুক্ত পরিবেশ পেলে ১০ থেকে ১২টি পর্যন্ত পাতা হতে পারে। চার থেকে সাড়ে চার ফুট জলের উচ্চতায় এই উদ্ভিদ ভাল জন্মায়।