ছাদ ঢালাইয়ের ৪ দিন পরেও জমল না সিমেন্ট! ভাঙতে হল কষ্টের তৈরি বাড়ি, আসল রহস্য লুকিয়ে নামী ব্র্যান্ডের 'জালি' সিমেন্টে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানাচ্ছেন! তারপর সেই বাড়ি আপনাকে ভেঙে দিতে হচ্ছে, কারণ সিমেন্ট শক্ত হচ্ছে না।
রাইপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানাচ্ছেন! তারপর সেই বাড়ি আপনাকে ভেঙে দিতে হচ্ছে, কারণ সিমেন্ট শক্ত হচ্ছে না। সতর্ক হন, নয়তো আপনার সঙ্গে হতে পারে এমন ঘটনা। বাঁকুড়ায় ঘটেছে এমন এক অবাক করা ঘটনা যা সকলকে সতর্ক হতে বাধ্য করছে। বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা, আর সেখানেই ঘটে গেল সিমেন্ট নিয়ে এক অভূতপূর্ব ঘটনা। বাড়ি বানাচ্ছেন, সিমেন্ট কিনছেন, সাবধান সিমেন্ট কেনার আগে ভাল করে যাচাই করুন। সঠিক সিমেন্ট না কিনলে বাড়ির ছাদ ঢালাই করেও বাড়িকে ভেঙে ফেলতে হতে পারে। কথাটা আজব হলেও সত্যি!
বাঁকুড়ার রাইপুর, মটগোদা, ফুলকুশমা, বকসী সহ একাধিক স্থানে বাজারে ছড়িয়ে রয়েছে জাল সিমেন্ট। তার প্রমাণ দেখুন হাতেনাতে, একটি নামজাদা প্রিমিয়াম সিমেন্ট কিনতে চাইলে যাচাই করে কিনুন, সেই কোম্পানির নাম দেখে থাকলে তবেই কিনুন, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন বলা হচ্ছে। সাম্প্রতিক উদাহরণ দিলে বুঝতে পারবেন বিষয়টি।
advertisement
advertisement
বাঁকুড়ার ফুলকুশমা গ্রামে পাশাপশি বাড়ি বানিয়েছিলেন দুই ব্যক্তি। দু’জনেরই সিমেন্ট ছিল একটি নামজাদা কোম্পানির। কিন্তু সিমেন্টের বস্তার গায়ে মিউচুয়্যাল ফান্ড ডিস্ট্রিবিউটর ছিল আলাদা! যে ব্যক্তির সিমেন্টের বস্তার গায়ে কোম্পানির নাম লেখা ছিল, তার বাড়িতে কোনও সমস্যা দেখা যায়নি। কিন্তু পার্শ্ববর্তী বাড়ির মালিক যে বাড়ি বানান সেখানে ছিল অন্য একটি নাম, ওই ব্যক্তিকে বাড়ি ভেঙ্গে ফেলতে হল, কারণ ঢালাইয়ের চারদিন পরেও জমেনি বাড়ির ছাদ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে এই ঘটনা অবাক করে গিয়েছে ফুলকুসমা গ্রামের বাসিন্দাদের। গ্রামের মানুষ যথেষ্ট সচেতন হওয়ার চেষ্টা করছেন। কারণ কষ্টের ঘাম পায়ে ফেলে বাড়ি তৈরি করেন অনেকে, সে বাড়ি যদি জাল সিমেন্টের কারণে ভেঙে ফেলতে হয় তাহলে আর কথাই নেই। সেই কারণে চোখ কান খুলে যাচাই করে কিনুন সিমেন্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 12:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাদ ঢালাইয়ের ৪ দিন পরেও জমল না সিমেন্ট! ভাঙতে হল কষ্টের তৈরি বাড়ি, আসল রহস্য লুকিয়ে নামী ব্র্যান্ডের 'জালি' সিমেন্টে