আগামী এক মাসের মধ্যেই গোটা এলাকার ভোল বদলের পরিকল্পনা রয়েছে এমনটাই জানালেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। রাস্তার ধারে বসানো হচ্ছে কৃত্রিম ঘাসের গালিচা, বসবে প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার মূর্তি যা ইতিমধ্যে তৈরি হচ্ছে। বাহারি গাছ পার্কের আদলে সেজেছে রাস্তার পার্শ্ববর্তী স্থান, রাস্তার পাশে বসেছে ডিসপ্লে বোর্ড। গত দুই মাসে প্রায় দেড় কিলোমিটার সেজে উঠেছে। একই সঙ্গে ট্রামের আদলে লাইব্রেরি কাম কফি আউটলেট তৈরি হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের বিপরীতে।
advertisement
আরও পড়ুন: ২৫ টাকায় কাঁচা আম, পাকা আম, লেমন! আরেকটু বেশি দিলে আরও অনেককিছু! এত সস্তায় মকটেল মিলছে এই জায়গায়
জোরকদমে শৈলেন মান্না সরণি সৌন্দর্যায়নের কাজে চলছে পূর্ত দফতর ও হাওড়া পুরসভার তরফে। রাস্তার পাশে স্বনির্ভর গোষ্ঠীর জন্য স্টল তৈরির কাজ প্রায় শেষের পথে। পেভার ব্লক বসিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ফুটপাত। এখানে সেলফ হেল্প গ্রুপের এই স্টলে সুফল বাংলার দোকান, জামাকাপড় থেকে গয়নার দোকান আছে। সরকারি প্রকল্পের পাশাপাশি এখানে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি শোভা পাবে এখানে। খুব শীঘ্রই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানালেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।
রাকেশ মাইতি





