Howrah News: ২৫ টাকায় কাঁচা আম, পাকা আম, লেমন! আরেকটু বেশি দিলে আরও অনেককিছু! এত সস্তায় মকটেল মিলছে এই জায়গায়
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
গরমে হিট আইটেম ২৫-৩০ টাকায় বিভিন্ন ফ্লেভারের মকটেল!
হাওড়া: মাত্র ২৫-৩০ টাকায় মকটেল! বর্তমান সময়ে ছেলে বুড়োর জনপ্রিয় একটি পানীয়। এই গরমে রাস্তায় বেরলে গলা ভেজাতে নানা ধরনের রঙিন ঠান্ডা পানীয় যেন এক এক চুমুকেই তৃপ্তি এনে দেয়। আর তা যদি হয় একদম বাজেটের মধ্যে তাহলে তো কোন কথাই নেই। রঙিন ঠান্ডা শরবত ‘মকটেল’ স্টলের প্রতি বর্তমানে মানুষ আকৃষ্ট হচ্ছে। এই রিফ্রেসিং পানীয় যদি ২৫-৩০ টাকার মধ্যে পান তাহলে তো মন্দ হয় না বলুন আর টেস্ট ও এককথায় অসাধারণ।
মাত্র ২৫-৩০ টাকায় বিভিন্ন ফ্লেভারের মকটেল। হাওড়া আন্দুল রোডের আরগড়িতে স্বল্প মূল্যের মকটেল খেতে মানুষের ভিড়। দাম কম হলেও জেলার বড় বড় দোকানের মকটেলকে হার মানাবে এই অল্প মূল্যের। এই গরমে ‘মিস্টার মিডিল ক্লাস চাওয়ালার’ দোকানে মকটেল দিল খুশ করছে মানুষের।
advertisement
advertisement
ছোট থেকে বড় সকলের মধ্যেই এই রঙিন পানীয় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। বড় বড় দোকানে যেখানে দামের জন্য অনেকে মকটেল খেতে পারে না সবার কথা মাথায় রেখে ব্র্যান্ডেড জিনিষ দিয়েই মকটেল বানিয়ে দিচ্ছে ‘মিস্টার মিডল ক্লাস চাওয়ালা’ এমনটাই জানাল এই দোকানের কর্ণধার মৃগাঙ্ক খাঁড়া। ২৫ টাকা থেকে শুরু তার দোকানের মকটেল। ২৫ টাকায় যেমন রয়েছে কাঁচা আম, পাকা আম, লেমন, অরেঞ্জ, ৩০ টাকায় লিচি, পাইনাপেল ফ্লেভার রয়েছে। এছাড়াও রয়েছে ৩৫ টাকার ফ্লেভারও। তবে দাম কম হলেও টেস্ট এবং স্বাদে কোন কম্প্রোমাইস নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিদিন রকমারি মকটেল খেতে ভিড় জমাচ্ছেন অনেক ক্রেতারাই। লিচি, পাইনাপেল সহ বিভিন্ন ফ্লেভারের মকটেলের টেস্ট দারুণ। বাইরে যেখানে মকটেলের মূল্য ৫০-৬০ টাকা এখানে তার দাম অনেকটাই দাম ২৫-৩০ টাকা বাজেটের মধ্যে আর টেস্টও যথেষ্ট ভাল বলে জানায় ক্রেতারা।
advertisement
সোডা ও ফলের সিরাপ এই মকটেলের স্বাদ বাড়িয়ে তোলে অনেকটাই এবং নিজস্ব স্বাদ অনুযায়ী পছন্দের ফ্লেভার দিয়ে মকটেল যেন হিট আইটেম ‘মিস্টার মিডিল ক্লাস চাওয়ালার’ দোকানে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 6:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ২৫ টাকায় কাঁচা আম, পাকা আম, লেমন! আরেকটু বেশি দিলে আরও অনেককিছু! এত সস্তায় মকটেল মিলছে এই জায়গায়
