TRENDING:

সিন্ধু সভ্যতার ইতিহাস আজও জীবন্ত হাওড়ার রাজকুমারের হাতে! বানান এমন বাঁশি, যা শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক বিশ্বাস, রীতিনীতিরও অংশ

Last Updated:

হাজার হাজার বছর প্রাচীন ইতিহাস জীবন্ত হয়ে রয়েছে হাওড়ার শিল্পী রাজকুমার দেবনাথের হাতে, শিল্পীর নিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে মাটির বাঁশি পুতুল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: হাজার হাজার প্রাচীন সিন্ধু সভ্যতার ইতিহাস জীবন্ত হয়ে রয়েছে হাওড়া রাজকুমারের হাতে! প্রাচীন সভ্যতার শিল্প ও সংস্কৃতি আজও সমানভাবে শিহরিত করে আধুনিক মানুষকে। সেই ইতিহাস, সেই রহস্যময় শিল্পকলা যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে হাওড়ার শিল্পী রাজকুমার দেবনাথের হাতে। তাঁর দক্ষতা, কল্পনা ও নিষ্ঠায় মাটির তৈরি বাঁশি পুতুল আজও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সিন্ধু সভ্যতার সময় থেকেই বাঁশি পুতুলের ব্যবহার দেখা যায়। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া ঐতিহাসিক নিদর্শনে পাওয়া যায় এই মাটির বাঁশিওয়ালা খেলনা। বিশ্বাস করা হয়, এগুলি শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক বিশ্বাস, রীতিনীতিরও অংশ ছিল। সেই হারিয়ে যাওয়া নির্মাণ-প্রযুক্তি আজও জীবন্ত করে রেখেছেন রাজকুমারবাবু।
advertisement

বিগত কয়েক দশক ধরে তিনি পরম যত্নে তৈরি করে চলেছেন এই আদিম ঐতিহ্যবাহী বাঁশি পুতুল। সূক্ষ্ম খোদাই, নিখুঁত আকার, মাটির ঘ্রাণ— সব মিলিয়ে তাঁর বানান বাঁশি পুতুল সংগ্রাহক, শিশু ও শিল্পপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়। বিভিন্ন মেলা, প্রদর্শনী ও সরকারি সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁর কাজ বহুবার প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: ১ বিঘায় লাভ ৬০ হাজার! রান্নাঘরের মহামূল্যবান পেঁয়াজ চাষেই মোটা টাকা, শুধু জানতে হবে সঠিক বিজনেস পলিসি

advertisement

View More

শিল্পীর কথায়, “আমার কাছে এগুলো শুধু পুতুল নয়, আমাদের শিকড়ের স্মৃতি। আমরা যদি না বাঁচাই, একটা সময় পর এ ঐতিহ্য হারিয়ে যাবে।” তাঁর মতে, আধুনিকতার ভিড়ে লোকশিল্পীর অস্তিত্ব রক্ষা করতে প্রয়োজন সরকারি সহায়তা ও নিয়মিত বাজারের সুযোগ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ার রাজকুমার বানান এমন বাঁশি, যা শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক বিশ্বাস, রীতিনীতিরও অংশ
আরও দেখুন

আজ যেখানে প্লাস্টিক খেলনার দাপট, সেখানে মাটির গন্ধে ভরা এই বাঁশি পুতুল যেন একটা সময়-সেতু— অতীত থেকে বর্তমানের দিকে। আর সেই সেতুর রক্ষক হয়ে আগলে রেখেছেন শিল্পী রাজকুমার দেবনাথ। এ প্রসঙ্গে রাজকুমারবাবু আরও জানান, পুরনো ইতিহাসকে জীবন্ত করে রাখার পাশাপাশি এই বাঁশি পুতুলকে আরও কীভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই চেষ্টায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিন্ধু সভ্যতার ইতিহাস আজও জীবন্ত হাওড়ার রাজকুমারের হাতে! বানান এমন বাঁশি, যা শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক বিশ্বাস, রীতিনীতিরও অংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল