পেহেলগাঁও ঘটনার পর অবশেষে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে ভারত। প্রত্যাঘাত হতে পারে এবং প্রত্যাঘাত হলে পরিস্থিতি বদল হবে। এমনকি যুদ্ধের পরিস্থিতিও বদলে যেতে পারে। ভারত বাংলাদেশ সীমানা লাগুয়া বালুরঘাট শহরে এর আগে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোটরসেল পড়েছিল। যে কারণে বালুরঘাটকে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বালুরঘাটের এই বেসরকারি স্কুলে মগ ড্রিলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আপৎকালীন সময়ে কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
এদিন মকড্রিলে প্রথমে জোরে সাইরেন বাজানো হয়। এরপর জানানো হয় বিপদ সংকুল জায়গা থেকে সরে যেতে হবে তাদের। বিপদের পরিস্থিতি এলে বন্ধ করে দিতে বলা হয় সব আলো। সঙ্গে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার সামগ্রী। পরিস্থিতির মোকাবিলা করতে কোনও কিছুর তলায় লুকিয়ে পড়তে হবে। জানালা থেকে দূরে, ডেস্ক বা টেবিলের নিচে লোকাতে হবে। ছাত্র ছাত্রীদের জানানো হয়, বিভিন্ন ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন মিসাইল অ্যাটাক, বোমাবাজি। সাইরেনের আওয়াজ চিনে ঘরের ভিতরে ও ঘরের বাইরে যেকোন পরিস্থিতি দিয়ে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে সেই বিষয়েই মূলত প্রশিক্ষণ দেন এনসিসির কমান্ডার। পড়ুয়া ছাড়াও এদিন স্কুলের অন্যান্য কর্মীরাও মক ড্রিলে অংশ গ্রহণ করেন।
সুস্মিতা গোস্বামী





