TRENDING:

West Bengal News: যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় বিশেষ মহড়া! কী কী প্রশিক্ষণ দেওয়া হল পড়ুয়াদের?

Last Updated:

West Bengal News: বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জানানো হয় বিভিন্ন ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন মিসাইল অ্যাটাক, বোমাবাজি। সাইরেনের আওয়াজ চিনে ঘরের ভিতরে ও ঘরের বাইরে যেকোন পরিস্থিতি দিয়ে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে সেই বিষয়েই মূলত প্রশিক্ষণ দেন এনসিসির কমান্ডার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: ভারত-পাক যুদ্ধের আবহের মধ্যে বালুরঘাটের একটি বেসরকারি স্কুলে মক ড্রিল করানো হল স্কুলের ছাত্র-ছাত্রীদের। এদিন বিদ্যালয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এনসিসি কমান্ডার ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের এই মক ড্রিল সম্পর্কে জানান। এমনকি যুদ্ধের আগে সাইরেন বাজলে কি কি করনীয় সেই সম্পর্কে বিস্তারিত জানানোর পাশাপাশি হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়। ১৯৭১ সালের পর ২০২৫। ৫ দশকের বেশি সময় পর ফের বেজে উঠল সাইরেন। নাগরিক সুরক্ষায় দেশজুড়ে হল মক ড্রিল।
advertisement

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ড্রোন বৃষ্টি ভারতের, বাঙ্কারে শাহবাজ শরিফ? দেখুন ভিডিও

পেহেলগাঁও ঘটনার পর অবশেষে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে ভারত। প্রত্যাঘাত হতে পারে এবং প্রত্যাঘাত হলে পরিস্থিতি বদল হবে। এমনকি যুদ্ধের পরিস্থিতিও বদলে যেতে পারে। ভারত বাংলাদেশ সীমানা লাগুয়া বালুরঘাট শহরে এর আগে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোটরসেল পড়েছিল। যে কারণে বালুরঘাটকে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বালুরঘাটের এই বেসরকারি স্কুলে মগ ড্রিলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আপৎকালীন সময়ে কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

advertisement

এদিন মকড্রিলে প্রথমে জোরে সাইরেন বাজানো হয়। এরপর জানানো হয় বিপদ সংকুল জায়গা থেকে সরে যেতে হবে তাদের। বিপদের পরিস্থিতি এলে বন্ধ করে দিতে বলা হয় সব আলো। সঙ্গে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার সামগ্রী। পরিস্থিতির মোকাবিলা করতে কোনও কিছুর তলায় লুকিয়ে পড়তে হবে। জানালা থেকে দূরে, ডেস্ক বা টেবিলের নিচে লোকাতে হবে। ছাত্র ছাত্রীদের জানানো হয়, বিভিন্ন ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন মিসাইল অ্যাটাক, বোমাবাজি। সাইরেনের আওয়াজ চিনে ঘরের ভিতরে ও ঘরের বাইরে যেকোন পরিস্থিতি দিয়ে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে সেই বিষয়েই মূলত প্রশিক্ষণ দেন এনসিসির কমান্ডার। পড়ুয়া ছাড়াও এদিন স্কুলের অন্যান্য কর্মীরাও মক ড্রিলে অংশ গ্রহণ করেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় বিশেষ মহড়া! কী কী প্রশিক্ষণ দেওয়া হল পড়ুয়াদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল