হাওড়া জুড়ে ‘স্বাস্থ্য প্রদেশ বাংলা’ প্রকল্পের কাজ চলছে। এক স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা নেত্রীরা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন। নানা খাবারের গুণগত মান এবং ভেজাল বিষয়ে আলোচনা নিয়ে তাঁরা গ্রামের মহিলাদের কাছে হাজির হচ্ছেন। এরই অঙ্গ হিসেবে মহিলাদের ভেজাল মশলা নিয়ে সতর্ক করে তুলতে বিশেষ কর্মসূচি হল। বিভিন্ন মশলা রান্নার উপকরণের পাশাপাশি টোটকা হিসেবে শরীরচর্চায় গ্রহণ করেন মানুষ। সেই দিক থেকে প্রকৃত মশলা বেছে নেওয়া ভীষণ প্রয়োজন।
advertisement
এই কর্মসূচিতে মাত্র এক সপ্তাহে মোট ১৮টি গ্রামে পৌঁছে গিয়েছে সংগঠনের যুবতীরা। সংগঠন সূত্রে জানা যায়, প্রায় ২৫০০ সাধারণ ঘরের মহিলা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। সঠিক মশলা চিনে নিতে সমস্ত মহিলাদের মধ্যে উৎসাহ, উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগামী ৫ মাস এই প্রকল্প চলবে এবং আরও অনেক মানুষ এর দ্বারা উপকৃত হবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে সংগঠনের সদস্য এবং এই কর্মসূচির সিনিয়র প্রধান সুরক্ষা সখী তুষার পাঠক জানান, হাওড়া জেলায় মোট ৫ জন সিনিয়র প্রধান সুরক্ষা সখী এবং ৫০ জন প্রধান সুরক্ষা সখী এই প্রকল্প করছেন। একটি নামজাদা কোম্পানির সহযোগিতায় তরুণোদয় ফাউন্ডেশনের হাত ধরে এই কাজ হচ্ছে। শুধু গ্রামে গ্রামে মহিলাদের সচেতনতাই নয়, এই প্রকল্পে ১২টি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে।






