বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আর্টস এবং সায়েন্সের একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন সংশ্লিষ্ট পড়ুয়ারা। যেমন, বাংলা, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সাঁওতালি, সংস্কৃত, ভূগোল, সমাজসেবা, আইন, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং উদ্ভিদবিদ্যা। তবে অন্যান্য বিভাগের মধ্যে রসায়ন বিভাগেই রয়েছে সর্বাধিক সংখ্যক আসন, ২৪টি।
আরও পড়ুন: বিকেল হলেই ভিড়ে ঠাসা থাকত এই জায়গা, এখন জনমানব শূন্য! কেন? কারণ জানলে চমকে যাবেন
advertisement
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্টেই ভরতির যোগ্যতার মাপকাঠি ঠিক করা হয়েছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনে। এরপর প্রতিটি বিভাগে নির্দিষ্ট প্রোগ্রামে ভরতির জন্য যোগ্যতা যাচাই করা হবে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে। (RET) রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এবং ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার মাধ্যমে। রেট-এ ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
তবে যাঁরা ইউজিসি নেট/ ইউজিসি সিএসআইআর নেট/ গেট/ সিড বা অন্য কোনও জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ফেলোশিপ পান, তাঁরা ডাইরেক্ট ইন্টারভিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। যারা আগ্রহী তারা নীচের লিঙ্কে গিয়ে ক্লিক করুন। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য ৮০০ এবং হাজার টাকা লাগবে যথাক্রমে। ২ মে পর্যন্ত চলবে আবেদনের প্রক্রিয়া।
নীলাঞ্জন ব্যানার্জী