Skin Itching: শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি হচ্ছে? ত্বকের লাল হয়ে যাওয়া, শুষ্ক ত্বক...এড়িয়ে যাবেন না এইসব লক্ষ্মণ! ভেতরে ভেতরে ঝাঁঝরা হচ্ছে একটি অঙ্গ, এখনই না জানলে সর্বনাশ

Last Updated:
Skin Itching: অনেক সময়ই দেখা যায় চুলকোচ্ছে ত্বকের বিভিন্ন জায়গা। ত্বকের কোথাও কোথাও লাল হয়ে গিয়েছে দেখা যায়। আবার ত্বকে শুষ্কভাবও আসলে শরীরের অন‍্য কোনও অঙ্গের খারাপ হওয়ার ইঙ্গিত।
1/8
শরীরের অন্দরে চলতে থাকা গোলযোগের প্রকাশ দেখা যায় শরীরে বাহ‍্যিক অঙ্গে-প্রত‍্যঙ্গে। পিম্পলই হোক বা শরীরের কোন অঙ্গে চুলকানি, ত্বকের কোনও সমস‍্যাকেই ছোট ভাববেন না।
শরীরের অন্দরে চলতে থাকা গোলযোগের প্রকাশ দেখা যায় শরীরে বাহ‍্যিক অঙ্গে-প্রত‍্যঙ্গে। পিম্পলই হোক বা শরীরের কোন অঙ্গে চুলকানি, ত্বকের কোনও সমস‍্যাকেই ছোট ভাববেন না।
advertisement
2/8
ত্বকের বেশিরভাগ সমস‍্যার পেছনেই রয়েছে গুঢ় অর্থ। দেহের কোনও এক অঙ্গে চলতে থাকা সমস‍্যার প্রতিফল দেখা যায় আমাদের ত্বকে।
ত্বকের বেশিরভাগ সমস‍্যার পেছনেই রয়েছে গুঢ় অর্থ। দেহের কোনও এক অঙ্গে চলতে থাকা সমস‍্যার প্রতিফল দেখা যায় আমাদের ত্বকে।
advertisement
3/8
ঠিক অনেক সময়ই দেখা যায় চুলকোচ্ছে ত্বকের বিভিন্ন জায়গা। অনেক সময়ই দেখা যায় চুলকোচ্ছে ত্বক। ত্বকের কোথাও কোথাও লাল হয়ে গিয়েছে দেখা যায়। আবার ত্বকের শুষ্কভাবও আসলে শরীরের অন‍্য কোনও অঙ্গের খারাপ হওয়ার ইঙ্গিত।

অনেক সময়ই দেখা যায় চুলকোচ্ছে ত্বকের বিভিন্ন জায়গা। ত্বকের কোথাও কোথাও লাল হয়ে গিয়েছে দেখা যায়। আবার ত্বকে শুষ্কভাবও আসলে শরীরের অন‍্য কোনও অঙ্গের খারাপ হওয়ার ইঙ্গিত।
advertisement
4/8
আয়ুর্বেদিক চিকিত্‍সক ড: পঙ্কজ কুমার জানালেন কিডনির সমস‍্যার প্রতিফল দেখা যায় ত্বকে। ত্বকে চুলকানি, লাল হয়ে যাওয়া, শুষ্ক ভাব এগুলি কিডনির সমস‍্যার ইঙ্গিত। 

আয়ুর্বেদিক চিকিত্‍সক ড: পঙ্কজ কুমার জানালেন কিডনির সমস‍্যার প্রতিফল দেখা যায় ত্বকে। ত্বকে চুলকানি, লাল হয়ে যাওয়া, শুষ্ক ভাব এগুলি কিডনির সমস‍্যার ইঙ্গিত।

আয়ুর্বেদিক চিকিত্‍সক ড: পঙ্কজ কুমার জানালেন কিডনির সমস‍্যার প্রতিফল দেখা যায় ত্বকে। ত্বকে চুলকানি, লাল হয়ে যাওয়া, শুষ্ক ভাব এগুলি কিডনির সমস‍্যার ইঙ্গিত।
advertisement
5/8
তাই ত্বকে চুলকানির ভাব দেখা দিলে মোটেই এড়িয়ে যাবেন না এই সমস‍্যা। অবশ‍্যই চিকিত্‍সকের সঙ্গে যোগাযোগ করা উচিত। ভাল করে পরীক্ষা করে দেখা প্রয়োজন কিডনি সুস্থ আছে কিনা।

তাই ত্বকে চুলকানির ভাব দেখা দিলে মোটেই এড়িয়ে যাবেন না এই সমস‍্যা। অবশ‍্যই চিকিত্‍সকের সঙ্গে যোগাযোগ করা উচিত। ভাল করে পরীক্ষা করে দেখা প্রয়োজন কিডনি সুস্থ আছে কিনা।
advertisement
6/8
শরীরের অন‍্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। দেহে ছাঁকনির কাজ করে কিডনি। শরীর থেকে ময়লা ছেঁকে বের করে দেয়। তাই কিডনি বিকল হলে তার প্রভাব পড়ে দেহের অন‍্যান‍্য অঙ্গেও।

শরীরের অন‍্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। দেহে ছাঁকনির কাজ করে কিডনি। শরীর থেকে ময়লা ছেঁকে বের করে দেয়। তাই কিডনি বিকল হলে তার প্রভাব পড়ে দেহের অন‍্যান‍্য অঙ্গেও।
advertisement
7/8
বর্তমানে কিডনির সমস‍্যায় ভুগছেন প্রচুর মানুষ। ভুলভাল জীবনযাত্রা, খারাপ খাদ‍্যাভ‍্যাস-সহ একাধিক কারণে দিনের পর দিন কিডনির সমস‍্যায় আক্রান্ত রোগীদের সংখ‍্যা বেড়েই চলেছে
বর্তমানে কিডনির সমস‍্যায় ভুগছেন প্রচুর মানুষ। ভুলভাল জীবনযাত্রা, খারাপ খাদ‍্যাভ‍্যাস-সহ একাধিক কারণে দিনের পর দিন কিডনির সমস‍্যায় আক্রান্ত রোগীদের সংখ‍্যা বেড়েই চলেছে
advertisement
8/8
আগে কিডনির সমস‍্যা দেখা দিত বয়সকালে। কিন্তু বর্তমানে অনেক কম বয়সেই প্রচুর জনের বিকলের পথে কিডনি। সঠিক সময় ধরা না পড়লে খারাপ অবস্থা থেকে ফেরত আনা যায় না কিডনি।
আগে কিডনির সমস‍্যা দেখা দিত বয়সকালে। কিন্তু বর্তমানে অনেক কম বয়সেই প্রচুর জনের বিকলের পথে কিডনি। সঠিক সময় ধরা না পড়লে খারাপ অবস্থা থেকে ফেরত আনা যায় না কিডনি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement