আরও পড়ুন: ভিড় এড়াতে ডায়মন্ড হারবার থেকে স্পেশাল ক্রুজ! টিকিটের দাম কত জানেন?
সুন্দরবনের ম্যানগ্রোভ প্রায় ধ্বংসের মুখে। আগামী দিনের কথা ভেবে ম্যানগ্রোভ ও সুন্দরবন বাঁচাতে এবার উদ্যোগী হল সুন্দরবনের মহিলারা। সারাদিন সংসারের হেঁসেল ঠেলে এক ঘন্টা করে নিজের শিশুর মতন লালন-পালন করে বড় করে তুলেছে সুন্দরী, গরান, গেঁওয়া, নারকেল, সুপারি মতন একাধিক চারাগাছ। আর এই চারা গাছ বড় হলে নিজেরাই সপ্তাহে একটি দিন ঠিক করে নদীর চড়ে গিয়ে রোপন করে দিচ্ছে গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা জানে সুন্দরবনের একাধিক অঞ্চলের নদী বাঁধের অবস্থা বেহাল।
advertisement
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় এবার দারুণ প্রযুক্তি, QR Code স্ক্যান করলেই মোবাইলে আসবে…
সুন্দরবনের একাধিক জায়গায় রয়েছে মাটির নদী বাঁধ। একটু ঝড়ো হাওয়াতে নদী বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে যায় ফসল জমি। জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় আর হয়না চাষবাস। চাষবাস না হয় চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সুন্দরবন বাসীর। সুন্দরবনের মহিলারা জানে এই মাটির নদী বাঁধ কিভাবে ভূমিক্ষয় হাত থেকে রক্ষা করতে হয়। সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধ থেকে এলাকায় বনসৃজনের মাধ্যমে নদী বাঁধের ভূমিক্ষয় রক্ষায় এবার উদ্যোগী হয়েছে গ্রামের বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য সরকার ও বনদফতর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মহিলাদের নিপুণ হাতে তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভ চারা।
সুমন সাহা