Gangasagar Mela 2024: ভিড় এড়াতে ডায়মন্ড হারবার থেকে স্পেশাল ক্রুজ! টিকিটের দাম কত জানেন?

Last Updated:

চলছে সাগরমেলা, রয়েছে প্রচন্ড ভিড়। সেই ভিড় এড়াতে ডায়মন্ডহারবার থেকে ক্রুজে চেপে যান গঙ্গাসাগরে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি চলবে স্পেশাল ক্রুজ।

ক্রুজ 
ক্রুজ 
গঙ্গাসাগর: চলছে সাগরমেলা, রয়েছে প্রচণ্ড ভিড়। সেই ভিড় এড়াতে ডায়মন্ড হারবার থেকে ক্রুজে চেপে যান গঙ্গাসাগরে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি চলবে স্পেশাল ক্রুজ। ডায়মন্ড হারবার ও কচুবেড়িয়ার মধ্যে তিনদিনই ক্রুজের তিনটি করে ট্রিপের ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যে ক্রুজের সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে।মেলার সময় ছাড়া সাধারণ সময়ে যাতায়াতের ভাড়া ধার্য হয়েছে এক হাজার টাকারও কম। মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে সাগরে। ভেসেল চলাচলের সমস্যা এড়িয়ে এই যাত্রা সহজ হবে। মেলার তিনদিন যাতায়াতের ভাড়া ধার্য হয়েছে ৩ হাজার টাকা।
আরও পড়ুন: চিকেন ছাড়ুন! একবার চেখে দেখুন এই পকোড়া! মুখে লেগে থাকবে স্বাদ
১৭৬ আসনের ক্রুজটি সকাল সাড়ে ন’টায় কচুবেড়িয়ার উদ্দেশে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে। ফিরতি পথে কচুবেড়িয়া ঘাট থেকে বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্রুজের যাত্রা শুরু হবে। ১৭৬ আসনের ক্রুজটি সকাল সাড়ে ন’টায় কচুবেড়িয়ার উদ্দেশে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে।
advertisement
advertisement
আরও পড়ুন: দীর্ঘক্ষণ এই ভাবে মোবাইল ব্যবহার করছেন? সর্বনাশ ডেকে আনছেন নিজের…জানেন কী ক্ষতি হয়ে যাচ্ছে?
ফিরতি পথে কচুবেড়িয়া ঘাট থেকে বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্রুজের যাত্রা শুরু হবে। সাগরমেলা ছাড়া ক্রুজের ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবার ভাড়া থাকছে যথাক্রমে ৫৩০ এবং ৬৩০ টাকা। তবে সঙ্গে যদি জলখাবার খেতে চান অতিরিক্ত ৯৯ টাকা দিতে হবে। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন গঙ্গাসাগরে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela 2024: ভিড় এড়াতে ডায়মন্ড হারবার থেকে স্পেশাল ক্রুজ! টিকিটের দাম কত জানেন?
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement