TRENDING:

North 24 Parganas News: দিন-রাত এক করে চলছে এই কাজ...! আয়ও হচ্ছে মোটা টাকা, কী করছেন গৃহবধূরা? জানলে চমকে যাবেন

Last Updated:

North 24 Parganas News: শিল্পী সত্ত্বায় ফুটে উঠে হাতে আঁকা বা হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি, ফতোয়া ও শাড়ির জনপ্রিয়তা দিনদিন দৃশ্যমানভাবে বাড়ছে। বাজার থেকে পাঞ্জাবি, শাড়ি কিনে আলপনা, ফুল, পাতা, পাখি, ক্যালিওগ্রাফি করে তা আবার অনলাইনে বিক্রি করেন স্বনির্ভর হচ্ছেন উদ্যোক্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: কাপড়ের ক্যানভাসে পেইন্টিংয়ে স্বনির্ভরতার লক্ষ্যে গৃহবধূরা।একেক রঙের কাপড় থেকে একেক রকমারি পোশাক। তার মাঝে স্বপ্নের মতো তুলির ছোঁয়ায় ফুটে ওঠে দেশ, প্রকৃতি ও ঐতিহ্য। আলপনা, ফুল, পাতা, পাখি, ক্যালিওগ্রাফি, লোকচিত্র, পটচিত্র-সহ কি না মেলে এসব কাপড়ে। আর এসব কাপড় নতুন মাত্রা পেয়ে হয়ে উঠে মানুষের কাছে যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
advertisement

আর তুলি হাতে তুলে নিয়ে, সেই শিল্পী সত্ত্বাকে কাজে লাগিয়ে একটা সাধারন পোশাকে অসাধারণ তুলির ছোঁয়ায় ফুটিয়ে শাড়ি থেকে পাঞ্জাবি সো একাধিক পোশাকের নতুন মাত্রা দিয়ে স্বনির্ভর হচ্ছে বসিরহাটের মেয়েরা। পাতলা ক্যানভাসের মত কাপড়ে আঁকা বিভিন্ন আলপনা থেকে পটচিত্র শাড়ি, পাঞ্জাবি, জামার নকশা হয়ে ফিরে আসছে। এভাবেই রোজগারের নতুন পথ খুঁজে পেয়েছেন বাড়ির বধু থেকে মেয়েরা।

advertisement

আরও পড়ুন-কয়েকশো গুণ ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! শনির উদয়ে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড!৪ রাশির জ্যাকপট,আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, যা হাত দেবে তাই সোনা

আর এমনভাবে শিল্পী সত্ত্বায় ফুটে উঠে হাতে আঁকা বা হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি, ফতোয়া ও শাড়ির জনপ্রিয়তা দিনদিন দৃশ্যমানভাবে বাড়ছে। বাজার থেকে পাঞ্জাবি, শাড়ি কিনে আলপনা, ফুল, পাতা, পাখি, ক্যালিওগ্রাফি করে তা আবার অনলাইনে বিক্রি করেন স্বনির্ভর হচ্ছেন উদ্যোক্তা পল্লবী ঘটক।

advertisement

View More

আরও পড়ুন-ভাঙবে সব রেকর্ড…! ঝেঁপে আসছে কাঁপানো ঝড়-বৃষ্টি, আবহাওয়ার তুলকালাম ভোলবদল, বিরাট স্বস্তির খবর দিল IMD

 বর্তমান সময়ে পল্লবী, নবনিতার মতো অনেক গৃহবধূ থেকে বাড়ির মেয়েরা বিভিন্ন শিল্পের সামগ্রী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। এই বাড়তি আয় এটি তাদের নিজ নিজ পরিবারে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মর্যাদা নিশ্চিত করেছে, একই সঙ্গে তাদের সন্তানদের সুস্থতার ব্যাপারে তারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: দিন-রাত এক করে চলছে এই কাজ...! আয়ও হচ্ছে মোটা টাকা, কী করছেন গৃহবধূরা? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল