আর তুলি হাতে তুলে নিয়ে, সেই শিল্পী সত্ত্বাকে কাজে লাগিয়ে একটা সাধারন পোশাকে অসাধারণ তুলির ছোঁয়ায় ফুটিয়ে শাড়ি থেকে পাঞ্জাবি সো একাধিক পোশাকের নতুন মাত্রা দিয়ে স্বনির্ভর হচ্ছে বসিরহাটের মেয়েরা। পাতলা ক্যানভাসের মত কাপড়ে আঁকা বিভিন্ন আলপনা থেকে পটচিত্র শাড়ি, পাঞ্জাবি, জামার নকশা হয়ে ফিরে আসছে। এভাবেই রোজগারের নতুন পথ খুঁজে পেয়েছেন বাড়ির বধু থেকে মেয়েরা।
advertisement
আর এমনভাবে শিল্পী সত্ত্বায় ফুটে উঠে হাতে আঁকা বা হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি, ফতোয়া ও শাড়ির জনপ্রিয়তা দিনদিন দৃশ্যমানভাবে বাড়ছে। বাজার থেকে পাঞ্জাবি, শাড়ি কিনে আলপনা, ফুল, পাতা, পাখি, ক্যালিওগ্রাফি করে তা আবার অনলাইনে বিক্রি করেন স্বনির্ভর হচ্ছেন উদ্যোক্তা পল্লবী ঘটক।
বর্তমান সময়ে পল্লবী, নবনিতার মতো অনেক গৃহবধূ থেকে বাড়ির মেয়েরা বিভিন্ন শিল্পের সামগ্রী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। এই বাড়তি আয় এটি তাদের নিজ নিজ পরিবারে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মর্যাদা নিশ্চিত করেছে, একই সঙ্গে তাদের সন্তানদের সুস্থতার ব্যাপারে তারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে।
জুলফিকার মোল্যা