IMD Weather Update: ভাঙবে সব রেকর্ড...! ঝেঁপে আসছে কাঁপানো ঝড়-বৃষ্টি, আবহাওয়ার তুলকালাম ভোলবদল, বিরাট স্বস্তির খবর দিল IMD
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
IMD Weather Update: শুক্রবারের পর থেকে পাহাড় থেকে সমতল ফের ভোল পাল্টাবে আবহাওয়া ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। আবহাওয়ার বারে বারে মুড সুইংয়ে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী।পাহাড় থেকে সমতল সূর্যের তাপে নাজেহাল গরম। মধ্যেই দার্জিলিংয়ে তাপমাত্রা ২৬ ছুঁয়েছে অন্যদিকে সমতলে ৩০ ডিগ্রী পাড়।শীত বৃষ্টিকে বিদায় জানিয়ে এবার উত্তরে গ্রীষ্মের আগমন।
advertisement
মঙ্গলবার সকাল থেকেই শৈল শহরে রোদের ঝলকানি গরমে নাজেহাল অবস্থা সমতলে। ঝলসানো গরমে নাভিশ্বাস দশা।শুক্রবারের পর থেকে পাহাড় থেকে সমতল ফের ভোল পাল্টাবে আবহাওয়া ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। আবহাওয়ার বারে বারে মুড সুইংয়ে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
advertisement
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। দিনের সঙ্গে সঙ্গে পারদ আরও বাড়বে বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। সমতলের পাশাপাশি পাহাড়েও চোখ রাঙাচ্ছে সূর্য।
advertisement
আইএমডি-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন ঝলমলে রোদে ঢাকা থাকবে পাহাড় থেকে সমতল। সমতলের পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকাগুলিতেও হুড়মড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এ যেন বসন্তেই গ্রীষ্মের আগমন।
advertisement