মৃত প্রিয়াঙ্কা নাথ। স্বামী সুকান্ত নাথ এবং একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করতেন আজাদ হিন্দ নগরের একটি ফ্ল্যাটে। প্রতিবেশীরা জানিয়েছেন, বহুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। ঝগড়া, চিৎকার প্রায়ই শোনা যেত তাঁদের ফ্ল্যাট থেকে।
তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? প্রাক্তনীর গুরুত্ব বোঝালেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
৮ বছর পর বাবার রেনকোট পরতে গিয়ে পকেটে হাত, এ কী… যা বেরোল, তা স্বপ্নেও ভাবেননি ছেলে!
advertisement
গতকাল বিকেলের পর থেকেই প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও না পেয়ে আজ সকালে পরিবারের লোকজন ওই বাড়িতে আসেন। অনেক ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। ভিতরে ঢুকে যেটা দেখেন, তা তাঁদের পিলে চমকে দেয়।
ঘরের মেঝেতে পড়ে ছিল প্রিয়াঙ্কার নিথর দেহ। দুই হাতের শিরা কাটা ছিল। সর্বত্র রক্ত ছড়িয়ে। পরিস্থিতি দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়—এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন হতে পারে বলেই অনুমান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। ঘটনার পর থেকেই নিখোঁজ প্রিয়াঙ্কার স্বামী সুকান্ত নাথ ও তাঁদের ছেলে। স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধেই মূল সন্দেহের তির।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই সম্ভাব্য গন্তব্যে নজরদারি শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তাঁদের মোবাইল ট্র্যাকিং, সাম্প্রতিক কললিস্ট, এবং আশপাশের সিসিটিভি ফুটেজ।
প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। একাধিকবার বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও থানাতেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের।
ঘোলা থানার এক সিনিয়র অফিসার জানিয়েছেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পরিষ্কার হবে মৃত্যুর প্রকৃত কারণ। তবে প্রাথমিকভাবে যা তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।’’
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের মুখেও আতঙ্ক ও ক্ষোভ—একজন মহিলা দিনের পর দিন নির্যাতিত হচ্ছিলেন অথচ কেউ কিছু করতে পারেনি।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি প্রমাণিত হয় যে ওই মহিলা স্বামীর হাতে খুন হয়েছেন, তাহলে কড়া শাস্তির দাবিতে আমরা সরব হব।’’
পুলিশ সূত্রে খবর, পলাতক সুকান্ত নাথের খোঁজে একাধিক জায়গায় হানা দিচ্ছে তদন্তকারী দল। ছেলেকে নিয়েও উদ্বেগে পরিবার।