TRENDING:

Hooghly news: আমের জেলা মালদা হলেও পিছিয়ে নেই হুগলিও ! আম পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে

Last Updated:

আম রফতানিতে শুধুমাত্র মালদা নয় হুগলিও রয়েছে এগিয়ে। অন্য বছরের তুলনায় এই বছর দেরিতে আম রফতানি শুরু হলেও অবশেষে জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের বিভিন্ন রাজ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাহী হালদার, হুগলি: আম রফতানিতে শুধুমাত্র মালদা নয় হুগলিও রয়েছে এগিয়ে। অন্য বছরের তুলনায় এই বছর দেরিতে আম রফতানি শুরু হলেও অবশেষে জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের বিভিন্ন রাজ্যে। চৌসা,ল্যাংড়া, থেকে একাধিক আম প্রতিদিন হুগলি থেকে রওনা দিচ্ছে মহারাষ্ট্র, ওড়িশা, আন্দামান, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক জায়গায়। যার জেরে হাসি ফুটেছে আম চাষী থেকে নাম ব্যবসায়ীদের মুখে।
advertisement

প্রতিবছর হুগলি পোলবা, সুগন্ধা, গোটু এই এলাকা থেকে ব্যাপক আকারে আম রফতানি হয়, দেশের বিভিন্ন রাজ্যে। তবে এই বছর আমের ফলন তুলনামূলকভাবে কম হওয়ায় আম রফতানিতেও কিছুটা বিড়ম্বনা দেখা দিয়েছিল ব্যবসায়ীদের। তবে অবশেষে আবারও এসেছে বাইরের রাজ্যের বরাত। এমনকি বাংলাদেশ থেকেও বরাত এসেছিল। কিন্তু বাংলাদেশে আম রফতানি বন্ধ করে দেওয়াতে কিছুটা সমস্যায় পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে সেই সমস্যা দীর্ঘমেয়াদি হয়নি। দেশের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক আস্থা শুরু করে অর্ডার। তারপরে আবারও জোর কদমে শুরু হয়েছে হুগলি থেকে আম রফতানির কাজ।

advertisement

আরও পড়ুন: ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বিষয়ে স্থানীয় এক আম ব্যবসায়ী তিনি বলেন, প্রতিদিন এই এলাকা থেকে ১৬ থেকে ১৭টি পিকআপ ট্রাকে করে আমরা রফতানি হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। মূলত মহারাষ্ট্র অন্ধপ্রদেশ বাঙ্গালোর এই সমস্ত জায়গা আম যাচ্ছে। তবে বৃষ্টির কারণে কিছুটা ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। বৃষ্টিতে আমে কালো দাগ এসে যাওয়ায় কিছুটা ক্ষতি হলেও আমের মোরসুমের শেষের দিকে বাইরের রাজ্যগুলি থেকে এসেছে আমের বড়াত। এখন প্রতিদিনই চলছে আম রফতানি। যার ফলে জেনার চাষিরা কিছুটা স্বস্তির রেহাই পেয়েছে। যদি না এই আম রপ্তানি করা যেত তাহলে আমগুলি পড়ে থেকেই নষ্ট হতো। যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হতো ব্যবসায়ী থেকে আম চাষি সকলকেই। তবে এখন ক্ষতির আশঙ্কা ছেড়ে কিছুটা হলেও লাভের মুখ দেখছেন চাষী এবং ব্যবসায়ী দুই তরফেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: আমের জেলা মালদা হলেও পিছিয়ে নেই হুগলিও ! আম পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল