TMC: ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?

Last Updated:

TMC: ত মে মাসেই একাধিক জায়গায় বড় সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল কংগ্রেস। দায়িত্ব দেওয়া বাকি ছিল বারাসাত ও দার্জিলিংয়ে।

ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?
ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?
কলকাতা: গত মে মাসেই একাধিক জায়গায় বড় সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল কংগ্রেস। দায়িত্ব দেওয়া বাকি ছিল বারাসাত ও দার্জিলিংয়ে। এবার বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হল কাকলি ঘোষ দস্তিদারকে। চেয়ারম্যান করা হল সব্যসাচী দত্তকে। তৃণমূলের পক্ষ থেকে নির্দেশিকা দিয়ে জানাল হল।
সূত্রের খবর, শঙ্কর মালাকারকেও সংগঠনের দায়িত্ব দেওয়া হল। তাঁকে রাজ্য কমিটির-সহ সভাপতি করা হল। কাসেম সিদ্দিকীকে করা হল জেনারেল সেক্রেটারি। কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচীর মধ্যে একাধিকবার নানা সমস্যা হয়েছে। সেই দুই জনকেই বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হল, একই সাংগঠনিক জেলার।
advertisement
advertisement
গত মে মাসে তৃণমূলের পক্ষ থেকে উত্তর কলকাতা-সহ একাধিক জায়গায় বড় সাংগঠনিক রদবদল করা হয়। কলকাতা উত্তরের সভাপতি থাকা সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়কে করা হয়েছে চেয়ারপার্সন। এই কোর কমিটিতে রয়েছেন আরও ৯ জন সদস‍্য। এই নয় সদস‍্য হলেন, অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ‍্যোপাধ‍্যায়, পরেশ পাল, ড: শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপণ সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্ত। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক।
advertisement
advertisement
অন‍্যদিকে, উত্তরবঙ্গেও বড় সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল। দার্জিলিং সমতল সরিয়ে দেওয়া হল পাপিয়া ঘোষকে সভাপতি পদ থেকে। মালদার চেয়ারপার্সন ছিলেন সমর মুখোপাধ‍্যায়। তাঁকে সরিয়ে চেয়ারপার্সন করা হল বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে। যদিও দার্জিলিং নিয়ে এখনও কিছু ঘোষনা করেনি শাসক দল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement