মাত্র ২.৫ লাখ টাকায় MBBS! ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের সেরা সুযোগ এই কলেজে, NEET-এর ফল প্রকাশের আগেই জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
NEET 2025, MBBS, BDS Admission: কিছুদিনের মধ্যেই প্রকাশিক হবে NEET UG-এর ফলাফল। এরপরেই শুরু হবে কলেজে ভর্তির হুড়োহুড়ি। কিন্তু ডাক্তারি পড়ার ক্ষেত্রে একটি বড় সমস্যা হল পড়ার খরচ।
ডাক্তার হওয়ার স্বপ্ন বহু পড়ুয়ার চোখে। উচ্চ মাধ‍্যমিকের পরেই প্রচুর ছাত্রছাত্রী NEET-এর প্রস্তুতি নেয়। কিছুদিনের মধ‍্যেই প্রকাশিক হবে NEET UG-এর ফলাফল। এরপরেই শুরু হবে কলেজে ভর্তির হুড়োহুড়ি। কিন্তু ডাক্তারি পড়ার ক্ষেত্রে একটি বড় সমস‍্যা হল পড়ার খরচ। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও হোস্টেল, পরীক্ষা ফি এবং অন্যান্য চার্জ আলাদা, যা প্রতি বছর ₹২০,০০০-₹৩০,০০০ পর্যন্ত হতে পারে। একইভাবে BDS এর বার্ষিক ফি ও MBBS এর মতোই, অর্থাৎ ₹৫৪,৯০০। হোস্টেল এবং অন্যান্য চার্জ আলাদা হবে। হোস্টেলে থাকার খরচ বার্ষিক ₹১৫,০০০-₹২৫,০০০ পর্যন্ত হতে পারে, যা রুম টাইপের উপর নির্ভর করে। ফি পরিবর্তিত হতে পারে, তাই KGMU এর অফিসিয়াল ওয়েবসাইট kgmu.org চেক করতে থাকুন। KGMU তে MBBS এবং BDS তে ভর্তি NEET UG স্কোরের ভিত্তিতে হয়। Representative Image