বর্তমানে হরিপালের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্র হিমগ্ন। আগামী ১৬ মে ইসরোর উদ্দেশে রওনা দেবে সে। ১৫-দিন ধরে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ন স্পেস সেন্টারে চলবে বিশেষ প্রশিক্ষণ, মূলত কীভাবে ইসরো থেকে রকেট উৎক্ষেপণ হয়, কীভাবে মহাকাশযান মহাকাশের পথে পাড়ি দেয়, কীভাবে বিজ্ঞানীরা এই ধরনের গবেষণামূলক কাজ করেন, এই সব বিষয়ে হাতেকলমে শেখানো হবে এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে।
advertisement
আরও পড়ুন : ATM বসল ট্রেনে! এবার সফররত অবস্থায় টাকা ফুরিয়ে গেলেও চিন্তা নেই! হাত বাড়ালেই পাবেন ক্যাশ
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুলের ছাত্রছাত্রীদের স্পেস টেকনোলজি ও রকেট সায়েন্সের উপর দক্ষতা বাড়াতে প্রতি বছর পরীক্ষার মাধ্যমে বিশেষ প্রশিক্ষণের সুযোগ করে দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।পরীক্ষার একাধিক ধাপ পেরিয়ে সুযোগ পায় ছাত্রছাত্রীরা। চলতি বছরে দেশের সাড়ে তিনশো জন ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে যার মধ্যে ১০ জন সুযোগ পেয়েছে বাংলা থেকে। বাংলার এই দশ জনের মধ্যে এক জন তারকেশ্বরের হিমগ্ন ঘোষ।