ATM On Wheels: ATM বসল ট্রেনে! এবার সফররত অবস্থায় টাকা ফুরিয়ে গেলেও চিন্তা নেই! হাত বাড়ালেই পাবেন ক্যাশ

Last Updated:

ATM On Wheels:রেলকর্তারা জানান, এটিএম-টি ট্রেনের কোচের পিছনের প্রান্তে একটি কিউবিকল-এ স্থাপন করা হয়েছে৷ যে জায়গাটি আগে অস্থায়ী প্যান্ট্রি হিসেবে ব্যবহৃত হত।

শীঘ্রই যাত্রীদের জন্য এর পরিষেবা চালু করা হবে
শীঘ্রই যাত্রীদের জন্য এর পরিষেবা চালু করা হবে
মুম্বই: মধ্য রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ে পরীক্ষামূলকভাবে মুম্বই-মনমাড় পঞ্চবটী এক্সপ্রেসে একটি এটিএম বা স্বয়ংক্রিয় টাকা তোলার যন্ত্র স্থাপন করেছে। একটি বেসরকারি ব্যাঙ্কের এই এটিএম ট্রেনে একটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচে স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই যাত্রীদের জন্য এর পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। “পরীক্ষামূলকভাবে পঞ্চবটী এক্সপ্রেসে এটিএম স্থাপন করা হয়েছে,” মঙ্গলবার রেলওয়ে কর্মকর্তা স্বপ্নীল নীলা বলেন।
রেলকর্তারা জানান, এটিএম-টি ট্রেনের কোচের পিছনের প্রান্তে একটি কিউবিকল-এ স্থাপন করা হয়েছে৷ যে জায়গাটি আগে অস্থায়ী প্যান্ট্রি হিসেবে ব্যবহৃত হত। ট্রেন চলাকালীন নিরাপত্তা এবং এর কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি শাটার দরজা দেওয়া হয়েছে, তাঁরা জানিয়েছেন। কর্মকর্তারা আরও জানান, মনমাড় রেলওয়ে ওয়ার্কশপে এর জন্য প্রয়োজনীয় কোচে পরিবর্তন করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ঘরে পরপুরুষের আলিঙ্গনে ঘনিষ্ঠ ইউটিউবার স্ত্রী! বাড়ি ফিরে দেখে ফেলতেই হতবাক স্বামীর গলায় পড়ল ওড়নার ফাঁস! বাইক থেকে দেহ পড়ল নর্দমায়
পঞ্চবটী এক্সপ্রেস প্রতিদিন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং পার্শ্ববর্তী নাসিক জেলার মানমাড় জংশনের মধ্যে চলাচল করে৷ একমুখী যাত্রায় সময় লাগে প্রায় ৪ ঘণ্টা ৩৫ মিনিট৷ আন্তঃশহর ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সময়সূচির কারণে জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে অন্যতম মুম্বই-মনমাড় পঞ্চবটী এক্সপ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ATM On Wheels: ATM বসল ট্রেনে! এবার সফররত অবস্থায় টাকা ফুরিয়ে গেলেও চিন্তা নেই! হাত বাড়ালেই পাবেন ক্যাশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement