Success Story: মহাকাশের অন্তহীন জগতের আমন্ত্রণ! ISRO থেকে ডাক এল বালুরঘাটের স্কুলপড়ুয়ার কাছে

Last Updated:

Success Story:ইসরোতে রিসার্চ করার সুযোগ মিলল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এক স্কুল পড়ুয়ার। দশম শ্রেণির ছাত্র নিরাভ্র বসাক ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেয়েছে।

+
মহাকাশযান

মহাকাশযান নিয়ে ইসরোতে প্রশিক্ষণের সুযোগ মিলল বালুরঘাটের নিরাভ্রর 

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: ইসরোতে মহাকাশবিজ্ঞান নিয়ে পঠনপাঠনের সুযোগ মিলল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এক স্কুল পড়ুয়ার। দশম শ্রেণীর ছাত্র নিরাভ্র বসাক ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেয়েছে। গত ফেব্রুয়ারিতে ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছে নিরাভ্র। তাই ইসরো থেকে ১৪ দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস রিসার্চ সেন্টারে ১৪ দিন ধরে পঠনপাঠন-সহ নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। আগামীতেও মহাকাশ গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে।
নিরাভ্র বসাক বালুরঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাড়ি বালুরঘাট শহরের চকভবানি থানা পাড়ায়। তাঁর বাবা নেপাল বসাক ও মা মৌসুমী চৌধুরী দুজনই পেশায় শিক্ষক। তাঁর গৃহশিক্ষকের কাছে জানতে পেরে গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে ইসরোর ‘যুবিকা’ নামক একটি পরীক্ষায় বসে। এরপরেই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয়। এবছর পশ্চিমবঙ্গের ১০ জন ছাত্র এই সুযোগ পেয়েছে। তাদের মধ্যে এই জেলার একমাত্র ছাত্র বালুরঘাট শহরের নিরাভ্র। তার সাফল্যে খুশি সকলেই। আগামীতে মহাকাশবিজ্ঞানের উপর কাজ করতে চায় সে।
advertisement
আরও পড়ুন : আজ পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়ির দরজায় ছোট্ট কাজ! রাতে রুটি তৈরির আগে আটায় মেশান এটা! টের পাবেন না অভাব! হবে অর্থবৃষ্টি
এ বিষয়ে নিরাভ্রর বাবা নেপাল বসাক বলেন, “ছোট থেকেই ছেলের মহাকাশ বিজ্ঞান ও গবেষণা নিয়ে যথেষ্টই আগ্রহ ছিল। এবার এই সুযোগ এসেছে। আগামী ১৬ই মে ইসরোর উদ্দেশ্যে রওনা দেব। মে মাসে ওই প্রশিক্ষণ হবে। ১৩ দিন ধরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে বিশেষ প্রশিক্ষণ চলবে। মূলত কিভাবে ইসরো থেকে রকেট উৎক্ষেপণ করা হয়, কিভাবে মহাকাশযান মহাকাশের পথে পাড়ি দেয়, এমনকি কিভাবে বিজ্ঞানীরা এই ধরনের গবেষণামূলক কাজ করেন সমস্ত কিছু বাস্তবে হাতে-কলমে শেখানো হবে তাদের। বর্তমানে ওই ছাত্রছাত্রীরা ইয়াং সায়েন্টিস্ট হিসেবে গবেষণামূলক পঠনপাঠন করবে।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Success Story: মহাকাশের অন্তহীন জগতের আমন্ত্রণ! ISRO থেকে ডাক এল বালুরঘাটের স্কুলপড়ুয়ার কাছে
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement