শিবির চলাকালীন পড়ুয়াদের নিয়ে আসা হয় চুঁচুড়া খাদিনা মোড়ে। সেখানে জেব্রা ক্রসিং সহ ট্রাফিক সিগন্যালের যাবতীয় খুঁটিনাটি পড়ুয়াদের বুঝিয়ে বলা হয়। সব শেষে গোটা শিবিরে আলোচিত ট্রাফিক আইন, সিগন্যাল বা সাইন সম্পর্কিত বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ছোট ছোট পড়ুয়াদের ভাল করে বোঝান হল রাস্তায় থাকা সিগন্যাল প্লেটে কোন চিহ্ন দেখলে বুঝতে হবে সামনে রাস্তা ডানদিকে অথবা বামদিকে ঘুরেছে। তাহলে গাড়ির গতি কমাতে হবে। অথবা কোন সাইন থাকলে ইউ টার্ন নেওয়া যাবে। কোন চিহ্ন বোঝাবে সামনে স্পিড ব্রেকার রয়েছে, ইত্যাদি পাঠদানের মধ্য দিয়ে অভিনব পদ্ধতিতে পালন করা হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
advertisement
আরও পড়ুন: সময়ের ১৫ দিন আগেই মিলবে তরতাজা সবজি! ইসরাইলি প্রযুক্তিতে তৈরি নয়া চারা, চাষিরা পাবে বাড়তি লাভ
আরও পড়ুন: একঘেয়ে ছবি আর নয়, রইল প্রি-ওয়েডিং শুটের জন্য অচেনা কিছু জায়গার হদিশ
এই প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের ট্রাফিক আইন, সিগন্যাল বা ট্রাফিক সাইন সম্পর্কে অবগত করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। শহরকে ১০০ শতাংশ দুর্ঘটনামুক্ত রাখা চন্দননগর কমিশনারেটের একমাত্র লক্ষ্য। তাই পুলিশ কমিশনারের নির্দেশে সারা বছর পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার নানা উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে এই পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা খুবই জরুরি। তাই এদিন ব্যস্ত রাস্তার মোড়ে এনে পড়ুয়াদের ট্রাফিক সিগন্যাল এবং রাস্তায় থাকা নানা চিহ্নের উপযোগিতা পরিষ্কার করে দেওয়া হয়েছে।
রাহী হালদার





