Pre-Wedding Photoshoot:একঘেয়ে ছবি আর নয়, রইল প্রি-ওয়েডিং শুটের জন্য অচেনা কিছু জায়গার হদিশ

Last Updated:
শীত পড়ছে মানেই শুরু বিয়ের মরশুম। ইদানীং বিয়ের আগে প্রি-ওয়েডিং শুটের চল হয়েছে
1/6
শীত পড়ছে মানেই শুরু বিয়ের মরশুম। ইদানীং বিয়ের আগে প্রি-ওয়েডিং শুটের চল হয়েছে। শুটের জন্য চিরাচরিত জায়গা আর নয়, আপনার জন্য রইল অচেনা কিছু ঠিকানার হদিশ--
শীত পড়ছে মানেই শুরু বিয়ের মরশুম। ইদানীং বিয়ের আগে প্রি-ওয়েডিং শুটের চল হয়েছে। শুটের জন্য চিরাচরিত জায়গা আর নয়, আপনার জন্য রইল অচেনা কিছু ঠিকানার হদিশ--
advertisement
2/6
কলকাতার খুব কাছেই শ্রীরামপুর। প্রাচীন ডেনিশ সভ্যতার নিদর্শন এখনও শহরের আনাচে-কানাচে দেখা যায়। প্রি ওয়েডিং ফটোশুট করার জন্য অন্যতম আদর্শ স্পট শ্রীরামপুরের ডেনমার্ক টার্ভন সংলগ্ন এলাকা। প্রাচীন ডেনিশ সভ্যতার ছোঁয়ার সঙ্গে আভিজাত্যের মিশ্রণ।
কলকাতার খুব কাছেই শ্রীরামপুর। প্রাচীন ডেনিশ সভ্যতার নিদর্শন এখনও শহরের আনাচে-কানাচে দেখা যায়। প্রি ওয়েডিং ফটোশুট করার জন্য অন্যতম আদর্শ স্পট শ্রীরামপুরের ডেনমার্ক টার্ভন সংলগ্ন এলাকা। প্রাচীন ডেনিশ সভ্যতার ছোঁয়ার সঙ্গে আভিজাত্যের মিশ্রণ
advertisement
3/6
শুধুমাত্র আউটডোর নয়, ইনডোর শুটের জন্য আদর্শ শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি। বহু সিনেমা-সিরিয়ালের শুটিং হয়েছে এই বাড়িতে। গত কয়েক বছর ধরে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে প্রি-ওয়েডিং শুটের জন্য।
শুধুমাত্র আউটডোর নয়, ইনডোর শুটের জন্য আদর্শ শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি। বহু সিনেমা-সিরিয়ালের শুটিং হয়েছে এই বাড়িতে। গত কয়েক বছর ধরে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে প্রি-ওয়েডিং শুটের জন্য।
advertisement
4/6
 বারাসত সংলগ্ন বেড়াবেড়িয়া রোডের পাশেই রয়েছে বর্তির বিল। জলের মধ্যে নৌকা নিয়ে ফোটোশুট করার জন্য আদর্শ। শাপলা ফুলের মাঝে নৌকায় কপোত-কপোতির ভিডিও নজর কাড়ে
বারাসত সংলগ্ন বেড়াবেড়িয়া রোডের পাশেই রয়েছে বর্তির বিল। জলের মধ্যে নৌকা নিয়ে ফোটোশুট করার জন্য আদর্শ। শাপলা ফুলের মাঝে নৌকায় কপোত-কপোতির ভিডিও নজর কাড়ে
advertisement
5/6
ফরাসি সভ্যতার প্রাগৈতিহাসিক নিদর্শন আজও জ্বলজ্বল করছে চন্দননগরে। প্রিয় মানুষের সঙ্গে জীবনের বিশেষ মুহূর্ত কেমেরাবন্দি করে রাখার আদর্শ জায়গা চন্দননগর স্ট্র্যান্ড ঘাট।
ফরাসি সভ্যতার প্রাগৈতিহাসিক নিদর্শন আজও জ্বলজ্বল করছে চন্দননগরে। প্রিয় মানুষের সঙ্গে জীবনের বিশেষ মুহূর্ত কেমেরাবন্দি করে রাখার আদর্শ জায়গা চন্দননগর স্ট্র্যান্ড ঘাট।
advertisement
6/6
 চুঁচুড়ার বেশ কিছু জায়গা ছবি তোলার জন্য আদর্শ। এরমধ্যে অন্যতম হুগলি ইমামবাড়া। রয়েছে জুবিলি ব্রিজ, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির।
চুঁচুড়ার বেশ কিছু জায়গা ছবি তোলার জন্য আদর্শ। এরমধ্যে অন্যতম হুগলি ইমামবাড়া। রয়েছে জুবিলি ব্রিজ, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির।
advertisement
advertisement
advertisement