Hooghly News: সময়ের ১৫ দিন আগেই মিলবে তরতাজা সবজি! ইসরাইলি প্রযুক্তিতে তৈরি নয়া চারা, চাষিরা পাবে বাড়তি লাভ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
ইসরাইলি প্রযুক্তিতে তৈরি হচ্ছে সবজি চারা, বাংলার সেই চারা যাচ্ছে গুজরাট।
হুগলি: ইসরাইলি প্রযুক্তিতে তৈরি হচ্ছে সবজি চারা, বাংলার সেই চারা যাচ্ছে গুজরাট। বাংলার কৃষকদের কাছেও উন্নতমানের গাছের চারার চাহিদা বিপুল। হুগলি জেলার চুঁচুড়ায় রয়েছে রাজ্যের একমাত্র সবজি উৎকর্ষতা কেন্দ্র। যেখানে ইসরাইলি প্রযুক্তিতে গাছের চারা তৈরি করা হয়। শীতকালীন সব্জি থেকে ক্যাপসিকাম, চেরি টমেটো, লেটুস, ব্রকোলি, রঙিন ফুল ও বাধা কপির চারা গাছ তৈরি হচ্ছে সেখানে। পলি হাউসে তামমাত্রা নিয়ন্ত্রণ করে উন্নত মানের সবজি চারা থেকে যে গাছ হবে তা উচ্চ ফলনশীল। অল্প সময়ে ভাল ফলন পেতে এই চারা সংগ্রহ করছেন কৃষকরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কৃষকরা যেমন আসছেন তেমনি কৃষি সমবায়গুলো কৃষকদের জন্য এই চারা নিয়ে যাচ্ছেন।
কৃষি আধিকারীক শুভদ্বীপ নাথ জানান, “মাটি ছাড়া কোকো পিটে এই চারা তৈরি করা হচ্ছে। সেখানে ১০ শতাংশ ভার্মি কম্পোস্ট থাকছে। চৌকো প্লাগে চারা তৈরি করার সুবিধা হল গাছের শিকর এমন ভাবে থাকে যাতে মাটিতে বসালে খুব তাড়াতাড়ি বড় হবে। ফলে ১০ থেকে ১৫ দিন কমানো যায় ফলন ধরতে। ফলত বাজারে সব্জি যোগান দেওয়া যায় আগেই, কৃষক দাম পান।”
advertisement
advertisement
গুজরাটের সুরাটের নবসার কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য এই হাইটেক চারা নিয়ে যাওয়া হচ্ছে একটি সংস্থার পক্ষ থেকে। ওই সংস্থা গোটা দেশেই পলি হাউস বানায়। সেই পলি হাউসে কি করে উন্নত চারা তৈরি করা যায় সেটাই দেখাতে হুগলির চারা যাচ্ছে গুজরাটে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সময়ের ১৫ দিন আগেই মিলবে তরতাজা সবজি! ইসরাইলি প্রযুক্তিতে তৈরি নয়া চারা, চাষিরা পাবে বাড়তি লাভ
