ঘটনাটি হুগলির পান্ডুয়া ব্লকের পাঁচগড়া উচ্চ বিদ্যালয়ের।স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হামিদুল হক গতকাল স্কুলে সরস্বতী পুজোর জন্য ছাত্র-ছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করেন। অভিযোগ দশম শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এবার পরীক্ষা দিচ্ছে। তারা স্কুলে এলে, তাদের না খেতে দিয়ে স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দেন প্রধান শিক্ষক হামিদুল হক। এরই প্রতিবাদে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক সহ স্কুলের ছাত্রছাত্রীরা।
advertisement
শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকতে না পেরে রাস্তাতে দাঁড়িয়ে থাকেন। পড়ুয়া ও অভিভাবকরা জানান,সরস্বতী পুজোর জন্য চাঁদা নেওয়া হয় কিন্তু তারা স্কুলে খেতে এলে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি।বহিরাগত বলে তাদের বের করে দেওয়া হয়।স্কুলের শিক্ষক দেবীপ্রসাদ ধর বলেন,যারা আউটগোয়িং তাদের আমন্ত্রণ করা হয়নি এটাই অভিযোগ।






