Knowledge Story: সারা দেশে লক্ষ-লক্ষ ট্রেন চলে, কিন্তু জানেন কি আজও একটি রেল লাইনের জন্য ব্রিটিশ সরকারকে কোটি টাকা দেয় ভারত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ভারত স্বাধীন হয়েছে ১৯৪৭ সালে, ভারত সরকার এখনও ব্রিটিশদের টাকা দিচ্ছে... শুধু এই একটি রেললাইনের জন্য!
ভারতীয় রেলওয়ে সারা বিশ্বের অন্যতম বৃহত্তম কর্মচারী-চালিত সংস্থা। এটি এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এবং এক ব্যবস্থাপনার অধীনে থাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশে অসংখ্য ট্রেন চলাচল করে৷ ভারতীয় রেলে ভারত সরকার দ্বারা পরিচালিত পাবলিক রেলওয়ে পরিষেবা৷ বর্তমানে প্রায় ১২ লক্ষ মানুষ রেলওয়েতে কর্মরত৷
advertisement
১৮৫০ নাগাদ তৎকালীন ব্রিটিশ সরকার বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলওয়ে ট্র্যাক স্থাপন করে। ভারতের বেশিরভাগ প্রধান রেল পরিষেবা ব্রিটিশদের দ্বারা স্থাপিত হয়েছিল, ভারত সরকার স্বাধীনতার পরে সেই রেলওয়ে পরিষেবা পুরোপুরি নিজের হাতে নেয়৷ ১৯৪৭ থেকে শুরু করে এখনও পর্যন্ত ভারতে প্রতি বছর হাজার- হাজার কোটি টাকা খরচ করে ট্রেন পরিষেবা চালানো হচ্ছে৷ পাশাপাশি তার আধুনিকীকরণেরও ব্যবস্থা চলছে৷
advertisement
হাই স্পিড রেল, বন্দে ভারত যা বুলেট ট্রেনের সমকক্ষ হিসেবে এখন ভারতীয় রেলওয়ে ট্র্যাকে চলে৷ এছাড়াও আরও উন্নতর পরিষেবা আনার নিরন্তর চেষ্টা চলছে। তা ছাড়া, ম্যাগনেট পাওা ব্যবহার করে হাই-স্পিড ট্রেন আনারও চেষ্টা করছে রেল বিভাগ। কিন্তু এত কিছুর পরেও জানেন কি দেশে একটি মাত্র রেললাইন রয়েছে যা এখনও ব্রিটিশ কোম্পানির অধীনে রয়েছে। ভারত সরকার এখনও সেই রেলওয়ে ট্র্যাকের পরিষেবার জন্য ব্রিটিশদের টাকা দিচ্ছে।
advertisement
মহারাষ্ট্র রাজ্যের ইয়াভাতমাল এবং মূর্তিজাপুরের মধ্যে একটি ১৯০ কিলোমিটার দীর্ঘ সাকুন্ডলা রেলপথ রয়েছে। ১৯১০ সালে, সকুন্ডলা রেলওয়ে একটি বেসরকারি ব্রিটিশ কোম্পানি, কিলিক-নিক্সন তৈরি করেছিল৷ গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে (গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে), ব্রিটিশ শাসনাকালে মধ্য ভারতে জুড়ে ট্রেন চালাত৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement