North 24 Parganas News: ডেকোরেশন ব্যবসা শুরু করবেন ভাবছেন! টাকিতে বিরাট মেলায় আয়োজন, এক ছাদের তলায় পাইকারি মূল্যে পেয়ে যাবেন সব সামগ্রী
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: টাকিতে শুরু হল ডেকোরেটার্স সামগ্রী মেলা। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও সামাজিক আয়োজনে সাজসজ্জার সঙ্গে যুক্ত ডেকোরেটরদের জন্য এই মেলা কার্যত এক বিশেষ আকর্ষণ।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্য: টাকিতে ডেকোরেটার্স সামগ্রী মেলা, জমজমাট সাংস্কৃতিক মঞ্চের মাঠ। বসিরহাটের অন্যতম পর্যটন কেন্দ্র টাকিতে শুরু হল ডেকোরেটার্স সামগ্রী মেলা। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও সামাজিক আয়োজনে সাজসজ্জার সঙ্গে যুক্ত ডেকোরেটরদের জন্য এই মেলা কার্যত এক বিশেষ আকর্ষণ। টাকির সাংস্কৃতিক মঞ্চ সংলগ্ন মাঠ জুড়ে গড়ে উঠেছে একাধিক রঙিন ও সুসজ্জিত স্টল। মেলার প্রতিটি স্টলে মিলছে অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির যাবতীয় সামগ্রী।
প্যান্ডেলের কাপড়, চেয়ার, টেবিল, বুফে সেটিং থেকে শুরু করে আলো, সাজসজ্জার উপকরণ- সবকিছুই এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট কিংবা পার্টির জন্য প্রয়োজনীয় নানা ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী সামগ্রী দর্শনার্থীদের নজর কেড়েছে।
আরও পড়ুনঃ পুরুলিয়া পর্যটনে নতুন আকর্ষণ! অযোধ্যা পাহাড়ে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রের উদ্বোধন, বাড়ি নিয়ে যেতে পারবেন জঙ্গলমহলের স্বাদ-গন্ধ
এই মেলায় শুধু রাজ্যেরই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রস্তুতকারী সংস্থা ও নামিদামি বেশ কিছু কোম্পানি নিজেদের স্টল দিয়েছে। নির্মাতাদের কাছ থেকে সরাসরি কেনার সুযোগ থাকায় বাজারদরের তুলনায় অনেকটাই কম মূল্যে সামগ্রী কিনতে পারছেন ডেকোরেটররা। যা তাঁদের কাছে বাড়তি সুবিধা হিসেবে ধরা দিচ্ছে। মেলায় ডেকোরেশন ব্যবসার সঙ্গে যুক্তদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদেরও ভিড় চোখে পড়ার মতো। নতুন ডিজাইন, ট্রেন্ড এবং আধুনিক সাজসজ্জার ধারণা জানতে এই মেলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
টাকির পর্যটন পরিবেশের সঙ্গে এই মেলা আরও এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন উদ্যোক্তা ও দর্শনার্থীরা। মেলা ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও আশাবাদী অনেকেই। নির্দিষ্ট কয়েকদিন ধরে চলা এই মেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। সামগ্রিকভাবে টাকির অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এই মেলা ইতিবাচক প্রভাব ফেলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 08, 2026 5:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ডেকোরেশন ব্যবসা শুরু করবেন ভাবছেন! টাকিতে বিরাট মেলায় আয়োজন, এক ছাদের তলায় পাইকারি মূল্যে পেয়ে যাবেন সব সামগ্রী









