Purulia Tourism: পুরুলিয়া পর্যটনে নতুন আকর্ষণ! অযোধ্যা পাহাড়ে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রের উদ্বোধন, বাড়ি নিয়ে যেতে পারবেন জঙ্গলমহলের স্বাদ-গন্ধ
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia Tourism: জঙ্গলমহলের ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ খাদ্যকে পর্যটকদের সামনে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ চারটি গাড়ির উদ্বোধন করা হল অযোধ্যা পাহাড়ে।
অযোধ্যা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ খাদ্যকে পর্যটকদের সামনে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সহায়তায় পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ চারটি গাড়ির উদ্বোধন করা হল অযোধ্যা পাহাড়ে। এই ভ্রাম্যমাণ সরকারি বিপণন কেন্দ্রে জেলার মাটির গন্ধ মাখা নানান সামগ্রী মিলবে।
জেলা বনবিভাগের তৈরি করা বা স্বনির্ভর গোষ্ঠীর নিজস্ব তৈরি করা সামগ্রী এই ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রে পাওয়া যাবে। এর পাশাপাশি পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ ও এই জেলার বিশেষ কিছু খাবারও পাওয়া যাবে এই ভ্রাম্যমাণ গাড়িতে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে একেবারেই নয়া সংযোজন হয়ে উঠতে চলেছে এই ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রগুলি। এখান থেকে পর্যটকেরা জঙ্গলমহলের ঢেঁকি ছাটা চাল, মধু, মাশরুম-সহ নানান খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ এক ঢিলে দুই পাখি! বাড়ির বর্জ্য মলকে কাজে লাগিয়েই তৈরি হবে জৈব সার, মুর্শিদাবাদে শুরু ট্রায়াল, উপকৃত হবেন বহু মানুষ
বাড়ি নিয়ে যেতে পারবেন পুরুলিয়ার স্বাদ, গন্ধ। জেলার পর্যটনকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলাশাসক সুধীর কন্থাম বলেন, আপাতত অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনী ফলস, চড়িদা গ্রামে এই ভ্রাম্যমাণ গাড়িগুলি থাকবে। পরবর্তীতে পর্যটকদের সাড়া যদি আরও ভালভাবে পাওয়া যায় তাহলে এই ভ্রাম্যমাণ গাড়ির সংখ্যা বাড়ানো হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা অনেক সময়ই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ ও গ্রামীণ খাবারের সন্ধানে থাকেন। কিন্তু অনেক সময় বিপণন কেন্দ্র না থাকায় তারা এগুলো কিনতে পারেন না। তাদের জন্য এবার দুর্দান্ত সুযোগ করে দিল জেলা প্রশাসন। পুরুলিয়ার পর্যটনে এই ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্র যথেষ্টই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 08, 2026 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Tourism: পুরুলিয়া পর্যটনে নতুন আকর্ষণ! অযোধ্যা পাহাড়ে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রের উদ্বোধন, বাড়ি নিয়ে যেতে পারবেন জঙ্গলমহলের স্বাদ-গন্ধ







