Gangajal Vastu Tips: বাড়ির যেখানে সেখানে গঙ্গাজল রাখছেন না তো? বাস্তু মতে ঘোর বিপদ হতে পারে! জানুন কী বলছে জ্যোতিষবিদ

Last Updated:
Gangajal Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে গঙ্গাজল রাখা অত্যন্ত শুভ, তবে তার জন্য নির্দিষ্ট নিয়ম ও সঠিক দিক বজায় রাখা জরুরি। তামা নাকি প্লাস্টিক—কোন পাত্রে রাখবেন গঙ্গাজল? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
1/8
গঙ্গাজল হিন্দু ধর্ম শাস্ত্রে ভগবানের পুজো করার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। অনেকেই আবার এমন আছেন যারা জোয়ার-ভাটা কিংবা সপ্তাহের দিন দেখে গঙ্গার জল আনতে যান। পুরাণে এই গঙ্গাজল নিয়েই নানা ধরনের কাহিনী শুনতে পাওয়া যায়।
গঙ্গাজল হিন্দু ধর্ম শাস্ত্রে ভগবানের পুজো করার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। অনেকেই আবার এমন আছেন যারা জোয়ার-ভাটা কিংবা সপ্তাহের দিন দেখে গঙ্গার জল আনতে যান। পুরাণে এই গঙ্গাজল নিয়েই নানা ধরনের কাহিনী শুনতে পাওয়া যায়।
advertisement
2/8
উল্লেখযোগ্য হল ব্রহ্মার কুণ্ডল থেকে গঙ্গা নির্গত হয়ে শিবের জটায় ঠাঁই পায় এবং পরবর্তীকালে সেই গঙ্গায় শিবের জটা থেকে মরতে নেমে আসেন। অনেকের মতে আবার মুখ খোলা বের জন্য এই গঙ্গা জলের কয়েকটা ফুটাই নাকি যথেষ্ট। এই সূত্র ধরে বলা হল, বাস্তুশাস্ত্র বলছে গঙ্গাজল নাকি বাড়ির যেখানে সেখানে রাখা যায় না।
উল্লেখযোগ্য হল ব্রহ্মার কুণ্ডল থেকে গঙ্গা নির্গত হয়ে শিবের জটায় ঠাঁই পায় এবং পরবর্তীকালে সেই গঙ্গায় শিবের জটা থেকে মরতে নেমে আসেন। অনেকের মতে আবার মুখ খোলা বের জন্য এই গঙ্গা জলের কয়েকটা ফুটাই নাকি যথেষ্ট। এই সূত্র ধরে বলা হল, বাস্তুশাস্ত্র বলছে গঙ্গাজল নাকি বাড়ির যেখানে সেখানে রাখা যায় না।
advertisement
3/8
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণ হল দেবতাদেরস্থান। তাই, গঙ্গাজল রাখার জন্য এটিই সবচেয়ে প্রশস্ত জায়গা ।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণ হল দেবতাদেরস্থান। তাই, গঙ্গাজল রাখার জন্য এটিই সবচেয়ে প্রশস্ত জায়গা ।
advertisement
4/8
যদি আলাদা করে কোণ নির্ধারণ সম্ভব না হয়, তবে বাড়ির ঠাকুরঘরে বা পবিত্র কোনো স্থানে গঙ্গাজল রাখা উচিত।
যদি আলাদা করে কোণ নির্ধারণ সম্ভব না হয়, তবে বাড়ির ঠাকুরঘরে বা পবিত্র কোনো স্থানে গঙ্গাজল রাখা উচিত।
advertisement
5/8
গঙ্গাজল সবসময় তামা, পিতল বা রুপোর পাত্রে রাখা শুভ বলে মনে করা হয়। অনেকে বাজার থেকে কেনা প্লাস্টিকের বোতলে রেখে দেন, যা বাস্তু মতে অশুভ। সম্ভব হলে গঙ্গা মাটি বা ধাতব কলসিতে এটি স্থানান্তর করুন।
গঙ্গাজল সবসময় তামা, পিতল বা রুপোর পাত্রে রাখা শুভ বলে মনে করা হয়। অনেকে বাজার থেকে কেনা প্লাস্টিকের বোতলে রেখে দেন, যা বাস্তু মতে অশুভ। সম্ভব হলে গঙ্গা মাটি বা ধাতব কলসিতে এটি স্থানান্তর করুন।
advertisement
6/8
গঙ্গাজল যেখানে রাখবেন সেই জায়গাটি যেন সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। আবার, অপরিষ্কার হাতে বা স্নান না করে গঙ্গাজল স্পর্শ করা উচিত নয়।
গঙ্গাজল যেখানে রাখবেন সেই জায়গাটি যেন সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। আবার, অপরিষ্কার হাতে বা স্নান না করে গঙ্গাজল স্পর্শ করা উচিত নয়।
advertisement
7/8
এই পবিত্র জল যেখানে রাখা হয়েছে, তার আশেপাশে কখনও আবর্জনা বা জুতো-চটি রাখা যাবে না।
এই পবিত্র জল যেখানে রাখা হয়েছে, তার আশেপাশে কখনও আবর্জনা বা জুতো-চটি রাখা যাবে না।
advertisement
8/8
ঘরের নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন সকালে স্নানের পর সামান্য গঙ্গাজল সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন।
ঘরের নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন সকালে স্নানের পর সামান্য গঙ্গাজল সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন।
advertisement
advertisement
advertisement