মৃতের বড় ছেলে অর্থাৎ অভিযুক্ত নিতাই-এর দাদা গৌরাঙ্গ গরাং জানান, এদিন সকালে আমিও আমার ভাই বাড়ির বিভিন্ন জায়গা , মাচা পরিষ্কার করছিলাম। সেই সময় হঠাৎই একটা ইট ভাইয়ের মাথায় পড়ে যায়। তখন ভাই রেগে গিয়ে মায়ের দিকে কাটারি নিয়ে ছুটে যায়।
advertisement
আরও পড়ুন: ৫ লক্ষ চাকরি! বাজেটে বড় ঘোষণা! কলকাতা পাচ্ছে নতুন ফ্লাইওভার! এয়ারপোর্ট আরও কাছে
এবং মায়ের গলায় কোপ মারে। ভাইকে ধরবার আগেই মা রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। মাকে নিয়ে সঙ্গে সঙ্গে হরিপাল হাসপাতালে নিয়ে আসি চিকিৎসকরা জানায় মা মারা গেছে। দাদ গৌরাঙ্গ এর আরওদাবি , ভাই মানসিক রোগী। মাঝেমধ্যেই মাথার সমস্যা হয়।
আরও পড়ুন: রসুনের দাম আকাশ ছোঁয়া! কেন বাড়ছে এত দাম? ফাঁস হল আসল রহস্য
কয়েক বছর ধরে চিকিৎসাও চলছে, ওষুধও খায়। কিন্তু আজকে হঠাৎ কিভাবে সে মাথা গরম করে ফেলল বুঝতে পারছিনা ?ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং মৃতের ছেলে নিতাই গরাংকে গ্রেফতার ও করেছে। পুলিশ জানিয়েছে , অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তার ময়না তদন্তের পরেই জানা যাবে।
—– রাহী হালদার






