একদিকে এই ঘটনায় যুক্তদের ঘিরে বিক্ষোভ দেখায়, আবার অন্যদিকে অভিযুক্তদের ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয়রা। এমনকি অনেকেই সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ছুটে পালিয়ে যায় এলাকা থেকে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের চাঁদুর এলাকায় আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষ বেশকয়েকজন দালালকে ঘিরে ফেলে। ক্যামেরা দেখেই তারা রুদ্ধশ্বাসে দৌড় শুরু করে। অনেকে আবার জঙ্গলের পথ ধরে পালিয়ে যায়। কলেজ চত্বরে বিভিন্ন জায়গায় পরীক্ষার আগেই অনেকের ফোনে প্রশ্ন চলে আসে বলে অভিযোগ। সেগুলি পরীক্ষার্থীরা টুকতে শুরু করেন। ক্যামেরা দেখেই সকলে দৌড় শুরু করেন।
advertisement
আরও পড়ুন: কিলবিল করছে চন্দ্রবোড়া, এক বছরে তিন জনের মৃত্যু! আতঙ্কপুরী নিউ টাউন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে অনেক টাকার রফা রয়েছে। তিনচার দিন ধরে এই ঘটনা চলছে। টাকার বিনিময়ে দালাল চক্র উত্তরপত্র বিক্রি করছে। ওই চক্রের বেশ কয়েকজনকে ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয়রা। ঘটনা পুলিশকে জানানো হলেও তারা আসেনি বলে অভিযোগ। যদিও পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছে পুলিশ প্রহরা। এই পরীক্ষা দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া যায়।
এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পরীক্ষায় এভাবে টুকে পাশ করার প্রক্রিয়া কীভাবে চলতে পারে। এমনকী স্থানীয় মানুষ পরীক্ষা বাতিলের দাবি জানান। জানা গেছে, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পাঁচটি বেসরকারি ফার্মাসিস্ট কলেজের সিট পড়েছে। সেই পরীক্ষাতেই এভাবে অনিয়ম চলছে বলে অভিযোগ। যদিও এ বিষয়ে কলেজের অধ্যক্ষকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। তাঁর বক্তব্য নিতে গেলে কলেজে ঢুকতে দেওয়া হয়নি।
—- রাহী হালদার





