New Town snake: কিলবিল করছে চন্দ্রবোড়া, এক বছরে তিন জনের মৃত্যু! আতঙ্কপুরী নিউ টাউন

Last Updated:

সর্পবিদ তাপস রায় জানিয়েছেন, গত এক বছরে নিউ টাউন থেকে প্রায় ১৩০টি সাপ ধরেছেন তিনি৷ তার মধ্যে নব্বই শতাংশই চন্দ্রবোড়া৷

নিউ টাউনে বাড়ছে সাপের আতঙ্ক৷
নিউ টাউনে বাড়ছে সাপের আতঙ্ক৷
নিউ টাউন: নির্মাণকাজের জন্য প্রতিনিয়ত বীরভূম থেকে আসছে লরি লরি বালি৷ আর সেই বালির ভিতরে লুকিয়েই নিউ টাউনে চলে আসছে একের পর এক চন্দ্রবোড়া সাপ৷ পরিস্থিতি এমন হয়েছে যে নিউ টাউন এখন চন্দ্রবোড়া সাপের আঁতুড়ঘর৷ নিয়মিত সাপের ছোবল খাচ্ছেন নিউ টাউনের বাসিন্দারা৷ বাড়ি, ঘর থেকে শুরু করে আবাসন, যখন তখন দেখা মিলছে বিষধর চন্দ্রবোড়ার৷ ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নিউ টাউনের বাসিন্দারা৷
কয়েক দিন আগেই গত ১৪ নভেম্বর নিউ টাউনের বিবেকানন্দ পল্লির বাসিন্দা হরি মণ্ডল নামে এক ব্যক্তিকে বাড়ির ভিতরেই চন্দ্রবোড়া সাপে কামড়ায়৷ কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি৷ বছর দেড়েক আগে এই নিউ টাউনেই ফুটবল খেলতে গিয়ে সাপের কামড় খেয়ে মৃত্যু হয় সৌরভ নস্কর নামে ২৬ বছর বয়সি এক যুবকের৷
advertisement
advertisement
সর্পবিদ তাপস রায় জানিয়েছেন, গত এক বছরে নিউ টাউন থেকে প্রায় ১৩০টি সাপ ধরেছেন তিনি৷ তার মধ্যে নব্বই শতাংশই চন্দ্রবোড়া৷
তাপসবাবুর দাবি নিউ টাউনের জনবসতি গড়ে ওঠার কারণে ক্রমশ কমছে সবুজ, ফাঁকা জমি৷ ফলে সাপেদের থাকার জায়গাও কমছে৷ সেই কারণেই বাড়ি, ঘর, রাস্তায় দেখা মিলছে সাপের৷ তিনি আরও জানিয়েছেন, যেহেতু চন্দ্রবোড়া সাপ ডিম না দিয়েই সরাসরি বাচ্চা প্রসব করে, তাই চন্দ্রবোড়ার বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনাও বেশি৷ ফলে তাদের বংশবিস্তারও দ্রুত হয়৷
advertisement
গত এক বছরে নিউ টাউনের তিন জন বাসিন্দার চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে খবর৷ আরও সাত থেকে আট জন বাসিন্দা সাপের কামড় খেয়েছেন৷ নিউ টাউন এলাকার সব স্বাস্থ্যকেন্দ্রেই সাপের কামড় খাওয়া রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টি ভেনম রাখার ব্যবস্থা করা হয়েছে৷ তার পরেও আতঙ্ক কাটছে না নিউ টাউনের বাসিন্দাদের৷ সল্টলেকের ডিএফও কল্যাণ রায়ও জানিয়েছেন, নিউ টাউন থেকে নিয়মিত সাপ ধরছে বন দফতর৷ তার মধ্যে অধিকাংশই চন্দ্রবোড়া৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town snake: কিলবিল করছে চন্দ্রবোড়া, এক বছরে তিন জনের মৃত্যু! আতঙ্কপুরী নিউ টাউন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement