এবারে কামারপুকুরের শ্রীপুরে ছোট্ট মেয়ে ঐশানি চক্রবর্তী কুমারী হয়েছেন।অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাঁকজমক সহকারে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেই দুর্গাপুজোর আরাধনা এবং কুমারী পুজোর চিত্রই উঠে লোকাল এইটিন বাংলার ক্যামেরায়।
আরও পড়ুন – IND vs NZ Weather Update: আবহাওয়াই মেগা খেলোয়াড় হবে, ওয়েদার আপডেটে থাকছে আবহাওয়ার হুমকি
advertisement
প্রথা অনুযায়ী মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হয় কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে। এই উপলক্ষ্যে এদিন মঠ প্রাঙ্গণে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এখানে বৈদিক মতে পুজো করা হয়। পাঁচ বছরের বয়সের ব্রাহ্মণ কন্যাকে এ দিন পুজো করা হয়। এই মঠে যাঁরা রঘুবীরের পুজো করেন তাঁদের পরিবারের মধ্যে থেকেই একজন কন্যাকে পুজোর জন্য উপযুক্ত কুমারী নির্বাচন করা হয়েছে। কুমারী পুজোর পর হয় সন্ধিপুজো।
এই বিষয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ লোকতরনন্দজি মহারাজ জানান সকাল থেকেই শুরু হয়েছে দুর্গা পুজোতে মহা অষ্টমীর পুজো। প্রতিবছরের মত এ বছরও কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। বেলুড় মঠের নিয়ম অনুযায়ী এই পুজোকরে থাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানে ভরে উঠেছে মানুষের সমাগম।
Suvojit Ghosh