IND vs NZ Weather Update: আবহাওয়াই মেগা খেলোয়াড় হবে, ওয়েদার আপডেটে থাকছে আবহাওয়ার হুমকি

Last Updated:

IND vs NZ Weather Update: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ৷ অষ্টমীর রবিবারে ধরমশালা জমজমাট৷

ধরমশালা: ধরমশালাতে গত সপ্তাহেই মরশুমের প্রথম তুষারপাত পেয়েছে৷ এই অবস্থায় রবিবার বক্স অফিস ফাটিয়ে দেওয়া ম্যাচ৷ তবে এদিনের ম্যাচে বৃষ্টির চান্স প্রবল৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বনিম্ন ৪২ শতাংশ৷ ধরমশালায়  ৯৯ শতাংশ ক্লাউড কভার রয়েছে৷
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ৷ অষ্টমীর রবিবারে ধরমশালা জমজমাট৷ বিশ্বকাপে পয়েন্ট টেবলের এক ও দুই নম্বরে থাকা দুই দলের জোরদার লড়াই৷ দুই দলই নিজেদের চারটি করে ম্যাচ খেলে ফেলেছে৷ তার মধ্যে দুই দলই অপরাজিত রয়েছে৷ তবে নেট রানরেটে ভারতকে টেক্কা দিয়েছে কিউয়িরা৷ এদিন টসে জিসে   সিদ্ধান্ত নিল ৷
advertisement
advertisement
রবিবার কোন দল পাঁচে পাঁচ করবে আর লিগ টেবিলের শীর্ষ স্থানে জায়গা পাকা করবে তার লড়াই। এই  মুহূর্তে নিউজিল্যান্ডের নেট রানরেট ১.৯২৩৷ ভারতের রানরেট ১.৬৫৯৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে ভারতের ট্র্যাক রেকর্ড খুব একটা ভাল নয়। শেষ ২০ বছরে কিউইদের বিরুদ্ধে যে কোনও ধরনের বিশ্বকাপের মঞ্চে জয় আসেনি টিম ইন্ডিয়ার। ২০০৩ সালে শেষ জয়। তারপর যে কোনও ফর্ম্যাটের বিশ্বাপে হারতে হয়েছে ভারতকে। এবার ঘরের মাঠে সেই বদলা নেওয়ার সুযোগ রোহিত-বিরাটদের সামনে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ Weather Update: আবহাওয়াই মেগা খেলোয়াড় হবে, ওয়েদার আপডেটে থাকছে আবহাওয়ার হুমকি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement