পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে চন্দননগর পুলিশের গোয়েন্দারা শ্রীরামপুর থানা অভিযান চালায়। বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাঘের বাগান এলাকার রমেশ কোস্তার বাড়িতে। নির্মীয়মাণ সেই বাড়িতে ১৭ টি বস্তায় নিষিদ্ধ ফেন্সিডিলের বোতল ভরা ছিল। গুনে দেখা যায় সারে চার হাজার বোতল। নিষিদ্ধ কাফ সিরাফের কারবারে একটা চক্র রয়েছে বলে অনুমান পুলিশের। বৈদ্যবাটির এই বাড়ি থেকে বিভিন্ন জেলা ও ভীন রাজ্যে পাঠানো হত এই সিরাপ। এর চক্রে আর কে কে যুক্ত তার খোঁজ শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হয়ে কতদিন ছুটি নিয়েছেন মোদি? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! দেশ তোলপাড়
রমেশ কোস্তা জুট মিলে কাজ করেন। তিনি জানান, প্রতিবেশি এক যুবক তাকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বলে গাড়ি ওভার লোড হয়ে যাচ্ছে কিছু বস্তা আছে তার বাড়িতে রাখতে চায়।
আরও পড়ুন: ‘অনেক ব্ল্যাক লিস্টেড প্রোমোটার আছে’, মমতার চরম হুঁশিয়ারি, দিলেন বড় নির্দেশও
রমেশ রাখতে দেন।বস্তার ভিতরে কি আছে তা তার জানা ছিল না। আজ পুলিশ বাড়িতে আসার পর জানতে পারেন। নিষিদ্ধ কিছু আছে জানলে রাখতে দিতেন না।
—-রাহী হালদার