Mamata Banerjee on Flat Promoters: 'অনেক ব্ল্যাক লিস্টেড প্রোমোটার আছে', মমতার চরম হুঁশিয়ারি, দিলেন বড় নির্দেশও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee on Flat Promoters: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''অনেক ব্ল্যাক লিস্টেড প্রোমোটার আছে। আমার পুলিশ কমিশনারের কাছে, এমনকি ডিজির কাছে চিঠি আসে।
কলকাতা: নিজের বাড়ির স্বপ্ন কার না থাকে। কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জমি কিনে সাধের বাড়ি তৈরি করা মধ্যবিত্তের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। তাই সাজানো গোছানো দু’কামার ফ্ল্যাটই শেষ আশা ভরসা। ফ্ল্যাট কিনতে গিয়ে এক শ্রেণির প্রোমোটারদের প্রতারণার মুখে পড়তে হয় গ্রাহকদের। ‘কাজ চলছে’, বলে সময় পেরিয়ে যাওয়ার পরও ক্রেতাদের ফ্ল্যাটের চাবি দিতে চান না অনেক প্রোমোটার। প্রতারণার হাত থেকে ও তাঁদের অধিকার সুরক্ষিত করত বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সোমবার রিয়েল এস্টেটের এক অনুষ্ঠানে প্রোমোটারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ”অনেক ব্ল্যাক লিস্টেড প্রোমোটার আছে। আমার পুলিশ কমিশনারের কাছে, এমনকি ডিজির কাছে চিঠি আসে। আমি সেই চিঠি গুলো আপনাদের পাঠিয়ে দেব। আপনারা ব্ল্যাক লিস্টেড করে দেবেন। যারা ফ্ল্যাট করবেন, তাদের অ্যাসুরেন্স দিতে হবে।”
advertisement
advertisement
ইতিমধ্যেই গ্রাহক সুবিধার্থে একাধিক ব্যবস্থা নিয়েছে নবান্ন। প্রশাসন সূত্রে খবর, বড় আবাসনে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা থাকলেও ছোটো বা মাঝারি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তা ছিল না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ক্রেতাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এখন থেকে সব প্রোমোটারকেই তাঁদের নির্মীয়মাণ ফ্ল্যাট ‘রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি’ বা ‘রেরা’তে নথিভুক্ত করতে হবে।
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”জমিতে আমরা ফ্রি হোল্ড পলিসি দিয়েছি। আপনারা সবাই ফ্রি-তে কাজ করতে পারবেন। আমাদের ল্যান্ড ব্যাংক আছে। মালদহ, মুর্শিদাবাদের ছেলেরা খুব ভাল কনস্ট্রাকশনের কাজ করে। তাদের কোনও নিরাপত্তা থাকে না। কিন্তু তাদেরকে বাইরে নিয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করব, যারা পরিযায়ী শ্রমিক আছেন বাইরে, তাদের নিয়ে আসুন। আমরা আপনাদের লিস্ট দিয়ে দেব।”
advertisement
রাজ্যের কথা বলতে গিয়ে মমতা বলেন, ”অনেক দেশের কাছে কলকাতা গ্রহণযোগ্য। ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে এ রাজ্যে রিয়েল এস্টেটের ব্যবসায়। সবসময় রাজনীতি করা হয়। এই গুলো একদম ভুল।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 2:25 PM IST