স্থানীয় সূত্রে খবর, বাবুসোনা বাড়ুই বাড়ি নালিকুল গুসকড়া এলাকায়। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবী পুলিশের কাছে অনেকক্ষণ থেকেই নিজের অসুস্থ বোধ করছেন বলে জানিয়েছিলেন বাবুসোনা। কিন্তু হেলমেট না পরার অপরাধে তাঁকে অনেকক্ষণ রোদের মধ্যেই অপেক্ষা করতে বলা হয়। তারপরই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বাবুসোনা বারুই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
advertisement
মৃত ব্যাক্তির ভাইপো রন্টু বারুই বলেন, তার কাকা পুলিশকে জানায় তার বাইপাস সার্জারি হয়েছে। দুই মেয়েকে পড়তে দিতে যাচ্ছেন। কিন্তু কিছুই শোনেনি পুলিশ বরং পুলিশের সিভিক ভলেন্টিয়াররা তার গাড়ি আটকে রাখে। রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে তাঁকে। হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন তাঁর কাকা। তখনই তার মৃত্যু হয়।
ওই ব্যক্তির ভাইপোর অভিযোগ, ওই এলাকায় পুলিশের জুলুম বেড়েই চলেছে। পুলিশি জুলুমের বিরুদ্ধে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় একালার বাসিন্দারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে হুগলির হরিপাল এলাকায়।
রাহী হালদার