TRENDING:

Hooghly News: বার বার বলেছিলেন... 'পাত্তাই' দেয়নি পুলিশ! নাকা চেকিং-এর মাঝেই 'মর্মান্তিক' মৃত্যু!

Last Updated:

Hooghly News: দুই মেয়েকে আঁকা শেখাতে নিয়ে যাচ্ছিলেন বাইকে করে। রাস্তায় পড়ে পুলিশের নাকা চেকিং। রোদে গরমের মধ্যে পুলিশের বাইক চেকিংএর সময় অসুস্থ হয় বাইক আরোহী। মৃত্যু হয় ওই বাইক আরোহীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দুই মেয়েকে আঁকা শেখাতে নিয়ে যাচ্ছিলেন বাইকে করে। রাস্তায় পড়ে পুলিশের নাকা চেকিং। জানা যায়, রোদে গরমের মধ্যে পুলিশের বাইক চেকিংএর সময় অসুস্থ হন ওই বাইক আরোহী। অসুস্থতার কথা পুলিশকে জানালেও কোনওরকম কর্ণপাত করেনি পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ আটকে রাস্তায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যাক্তির নাম বাবুসোনা বারুই।
পুলিশি জুলুমের বিরুদ্ধে মৃতদেহ আটকে বিক্ষোভ
Representative Image
পুলিশি জুলুমের বিরুদ্ধে মৃতদেহ আটকে বিক্ষোভ Representative Image
advertisement

আরও পড়ুন: 'গায়ে তো মোষের মতো শক্তি...!’ তরুণীর সঙ্গে মহিলা চেকারের ধুন্ধুমার! রানাঘাট লোকালের ভাইরাল ভিডিওতে নেটপাড়ায় ঝড়

স্থানীয় সূত্রে খবর, বাবুসোনা বাড়ুই বাড়ি নালিকুল গুসকড়া এলাকায়। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবী পুলিশের কাছে অনেকক্ষণ থেকেই নিজের অসুস্থ বোধ করছেন বলে জানিয়েছিলেন বাবুসোনা। কিন্তু হেলমেট না পরার অপরাধে তাঁকে অনেকক্ষণ রোদের মধ্যেই অপেক্ষা করতে বলা হয়। তারপরই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বাবুসোনা বারুই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

advertisement

আরও পড়ুন: আস্ত 'রেললাইন' চুরি! উদ্ধার হল কোথা থেকে? অনুব্রতর খাস তালুকে বিরাট চক্রের পর্দাফাঁস পুলিশের

View More

মৃত ব্যাক্তির ভাইপো রন্টু বারুই বলেন, তার কাকা পুলিশকে জানায় তার বাইপাস সার্জারি হয়েছে। দুই মেয়েকে পড়তে দিতে যাচ্ছেন। কিন্তু কিছুই শোনেনি পুলিশ বরং পুলিশের সিভিক ভলেন্টিয়াররা তার গাড়ি আটকে রাখে। রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে তাঁকে। হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন তাঁর কাকা। তখনই তার মৃত্যু হয়।

advertisement

ওই ব্যক্তির ভাইপোর অভিযোগ, ওই এলাকায় পুলিশের জুলুম বেড়েই চলেছে। পুলিশি জুলুমের বিরুদ্ধে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় একালার বাসিন্দারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে হুগলির হরিপাল এলাকায়।

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বার বার বলেছিলেন... 'পাত্তাই' দেয়নি পুলিশ! নাকা চেকিং-এর মাঝেই 'মর্মান্তিক' মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল