West Bengal Crime News: আস্ত 'রেললাইন' চুরি! উদ্ধার হল কোথা থেকে? অনুব্রতর খাস তালুকে বিরাট চক্রের পর্দাফাঁস পুলিশের
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
West Bengal Crime News: বীরভূমের কাঁকড়তলায় উদ্ধার করা হল চুরি যাওয়া রেললাইন। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। উদ্ধার প্রচুর রেলের লাইন।
বীরভূম: বীরভূমের ভীড়গড় থেকে ঝাড়খণ্ডের পলাশথলি ট্রেন বন্ধ দীর্ঘদিন। সেই রেল লাইনের অনেকটা অংশ চুরি হয়ে যাওয়াতেই বিপত্তি। বীরভূমের কাঁকড়তলা থানার পুলিশ গোপনসুত্রে রেললাইন চুরির খবর পেয়েই অন্ডাল আরিপিএফ এর সঙ্গে যোগাযোগ করে, অন্ডাল রেল পুলিশের ও বীরভূমের কাঁকড়তলা থানার যৌথ অভিযানে প্রায় ৩০টি রেললাইন-সহ দুজন কে গ্রেফতার করল কাঁকড়তলা থানার পুলিশ।
রেললাইন চুরির ঘটনায় ধৃতদের নাম শেখ আলতাব (২২) ও শেখ ইন্তাজ (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুজনেরই বাড়ি কাঁকড়তলা থানার কৈথি গ্রামে। কাঁকড়তলা পুলিশের পক্ষ থেকে ধৃতদের রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ অণ্ডাল-পলাস্থলি রুটের কাঁকড়তলা গ্রাম থেকে পলাস্থলি পর্যন্ত লাইনের লোহা চুরি হচ্ছে। এদিন গভীর রাত্রে কাঁকড়তলা থানার পুলিশের জালে ধরা পড়ে দুজন লোহা পাচারকারী তাদের জিজ্ঞাসাবাদ করে কৈথি গ্রামের কাছে একটি ফাঁকা জায়গায় ঝোপের মধ্যে থেকে ৩০টিও বেশি রেললাইনের লোহার টুকরো উদ্ধার করা হয়েছে।
advertisement
অন্ডাল রেলপুলিশ এই বাজেয়াপ্ত রেললাইনগুলি নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই চুরির চক্রের সঙ্গে যুক্ত থাকা বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকড়তলা থানার পুলিশ ও রেল পুলিশ।
সুপ্রতিম দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 9:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Crime News: আস্ত 'রেললাইন' চুরি! উদ্ধার হল কোথা থেকে? অনুব্রতর খাস তালুকে বিরাট চক্রের পর্দাফাঁস পুলিশের