অবৈধ টোটো-অটোর দৌরাত্ম্যে বন্ধ হতে বসেছে বাস পরিষেবা। বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের। কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের। ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের।
advertisement
চুঁচুড়া থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত। কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলছে, তাও যাত্রীর সংখ্যা নেই বলাই চলে। আজ পর্যন্ত কোনও সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ১৬ জুন থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটে সামিল হতে চলেছেন বাস মালিকরা। তাদের দাবি, বিগত দিনে রেজুলেশনে যা লেখা হয়েছিল তা কার্যকর করতে হবে। বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে।
আরও পড়ুন- সাইবার প্রতারকদের নয়া ফাঁদ, ‘TRAI’-এর নাম করে দম্পতিকে ফেলা হল বিপদে, তার পর?
এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, রাস্তায় ব্যাপক আকারে টোটো ও ই-রিক্সার দৌরাত্ম্য বেড়েছে। ফলে কিছু কিছু বাস রুটে ঠিক মতো প্যাসেঞ্জার হচ্ছে না। বাস চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে শর্ট রুটে যাতায়াতের জন্য মানুষজন অটো টোটো ম্যাজিকের মতো বিভিন্ন গাড়ি বেছে নিয়েছেন। অবৈধ টোটো নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছে রাজ্য পরিবহন দফতর।
রাহী হালদার