আরও পড়ুন: ছন্দে ফিরল ভারতের টাকা, কুপোকাত পাকিস্তানের রুপিয়া! জানেন আমাদের ১০০ টাকা মানে ওদের কত?
১৮৬২ সালে হাওড়া পুরসভা গঠিত হয়। ১৮৮২-৮৩ সালে হাওড়া পুরসভা থেকে বালি পৌরসভাকে আলাদা করা হয়। ১৯৮০ সালের হাওড়া পৌরসংস্থা আইন অনুসারে ১৯৮৪ সালে হাওড়া পুরসভা পৌরসংস্থায় পরিণত হয়।
হাওড়া পৌরসংস্থা ৫০টি ওয়ার্ডে বিভক্ত। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন পৌর-প্রতিনিধি নির্বাচিত হন। পৌরসংস্থা একালার প্রশাসনিক কাজ পরিচালনা করে একটি মহানাগরিক-পরিষদ। হাওড়ার মহানাগরিক এই পরিষদের প্রধান, তাকে সাহায্য করেন কমিশনার ও অন্যান্য আধিকারিকেরা।
advertisement
১৬২ বছর প্রাচীন হাওড়া পুরসভার দেওয়ালে দেখা মেলে ইতিহাসের! সূচনালগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত হাওড়া পুরসভার চেয়ারম্যান-এর তালিকায় সজ্জিত হয়েছে পুরসভার দেওয়াল। ১৮৬২-তে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন ই. সি চাস্টার। বর্তমানে হাওড়া পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন ডাঃ সুজয় চক্রবর্তী। তাঁর উদ্যোগেই এই ইতিহাস জানতে পারবে বর্তমান প্রজন্ম।






