পশ্চিমবঙ্গের মালদার পাশাপাশি নদিয়াও আম রফতানির জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। মালদার ফজলি আম যেমন বিখ্যাত নদিয়ার বিখ্যাত হিমসাগর আম। চিনির মত এই আম মিষ্টি এবং রঙ হয় হলদেটে কমলা বর্ণের। এই আমের সুখ্যাতি ছড়িয়ে গিয়েছে গোটা বিশ্বে। ভারতবর্ষের রাজধানী দিল্লিতেও এই আমের প্রদর্শনী হয়। ভিন রাজ্য থেকে ব্যবসায়ীরা আসেন গাড়ি বোঝাই করে এই আম কিনতে। আর সেই কারণেই আমের এই মরসুমে লক্ষ্মী লাভ হয় সকলেরই।
advertisement
আরও পড়ুন: লটারিতে কোটি টাকা জিতেই বয়স্ক মাকে রেখে উধাও গোটা পরিবার, পরের দিনই আসল খেলা দেখালেন ছাপোষা দিনমজুর
চাষিরা আম ফলিয়ে উপার্জন করেন, এরপর সেগুলি বিক্রি করেন আরতদারদের কাছে, তারা মুনাফা অর্জন করেন বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। আম নিয়ে যেতে লাগে বিভিন্ন ভ্যান রিক্সা এবং দূরদূরান্তে যেতে হলে লাগে লরি অথবা ম্যাটাডোর, এই সুবাদে তারাও মুনাফা অর্জন করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আম বহন করতে দরকার পরে প্রচুর পরিমাণে বেতের ঝুড়ি ক্যারেট ইত্যাদি, যারা এই সমস্ত জিনিস বানায় তাদেরও মুখে হাসি থাকে এই সিজনে। এছাড়াও সর্বোপরি আরতদারদের থেকে খুচরো ফল বিক্রেতারা কিনে তারাও লাভবান হন। সেই কারণেই ফলের রাজা আমকে বলা হয় অর্থকরি ফসল এখানে।
Mainak Debnath





