স্থানীয় সূত্রে জানা যায়, দাসপুরের হরিরামপুরের বাসিন্দা মোহোর মাজী সদ্য লক্ষাধিক টাকার একটি বাইক কিনেছেন। শনিবার সন্ধ্যায় মোহোর ও শান্তনু আরও দুই বন্ধুকে নিয়ে বাইকে বেরিয়েছিলেন। দুই বাইকে চেপে চার বন্ধু ক্ষীরপাই এলাকায় ঘুরতে যান। চা খেয়ে ফেরার পথে ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে বিরাট সমস্যা! ক্ষতির মুখে মৃৎশিল্পীরা, হঠাৎ হল কী?
advertisement
ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই বুড়ির পুকুর এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন বছর ৬০-এর এক সাইকেল আরোহী। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহোরের বাইক সরাসরি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে যান মোহোর ও শান্তনু। অন্যদিকে সাইকেল আরোহীও গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।মুহূর্তের মধ্যে স্থানীয়রা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা শান্তনুকে মৃত বলে ঘোষণা করেন। মোহোর মাজীর অবস্থা এখনও আশঙ্কাজনক, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একইসঙ্গে সাইকেল আরোহী বৃদ্ধও সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
মৃত শান্তনু মাজী দাসপুরের সুরতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই বছর তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই সবকিছু থেমে গেল। পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় ১০ বছর আগে শান্তনুর বাবা অমিত মাজীও এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। খড়গপুরে বন্ধুকে রিসিভ করতে গিয়ে সেই দুর্ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পর পরিবারের ভরসা হয়ে উঠছিলেন শান্তনু। কিন্তু দুর্ঘটনায় তিনিও চলে গেলেন। ফলে গোটা পরিবার এখন শোকে ভেঙে পড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রূপনারায়ণপুর গ্রামে ভিড় জমেছে আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের। সকলের চোখে জল, মুখে শুধু একটি কথা- ‘এত অল্প বয়সে এমন মৃত্যু মেনে নেওয়া যায় না!’ গ্রামের মানুষের মতে, অকালেই চলে গেল এক মেধাবী ছাত্র।