দুর্গাপুজোর আগে বিরাট সমস্যা! ক্ষতির মুখে মৃৎশিল্পীরা, হঠাৎ হল কী?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Durga Idol Making Problem: দুর্গাপুজো আসতে আর বেশিদিন বাকি নেই, জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ গত দু’মাসের বেশি সময় ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে। নিম্নচাপের প্রভাবে সেই বৃষ্টি কখনও ভারী, কখনও আবার হালকা বা মাঝারি। লাগাতার খারাপ আবহাওয়ার কারণে ক্ষতির মুখে মৃৎশিল্পীরা। সময়ে প্রতিমা দিতে পারা নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা।
একটানা মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জেরে মাটির প্রতিমা শুকোচ্ছে না। গ্যাস গান দিয়ে মাটি শুকনো করা হচ্ছে, কাঠ কয়লা পুরিয়েও চলছে মাটি শুকনোর কাজ।
আরও পড়ুনঃ পানীয় জল-শৌচাগারের করুণ দশা, সাপখোপের উপদ্রব! মুর্শিদাবাদের ‘এই’ স্কুলে যেতে চাইছে না পড়ুয়ারা
কৃষ্ণনগর থেকে এসে চুঁচুড়া ধরমপুরে প্রতিমা গড়েন বীরেন পাল। তাঁর ঠাকুরগোলায় সব শিল্পীরাই কৃষ্ণনগর থেকে আসেন।শিল্পীদের মজুরি, মাটি, খড়, দড়ি, পেরেক সব জিনিসেরই দাম বেড়েছে। এর মধ্যে বর্ষায় প্লাস্টিক ঢেকে আগুন দিয়ে মাটি শুকোতে খরচ বাড়ছে। এদিকে মাটি না শুকোলে রঙ করা যাবে না। হাতে আর বেশি সময় না থাকায় সূর্যের আলোর উপর ভরসাও করা যাচ্ছে না।
advertisement
advertisement
মৃৎশিল্পী বীরেন পাল জানান, প্রায় পাঁচ মাস ধরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলে। কিন্তু একটানা বৃষ্টি ও খারাপ আবহাওয়া প্রতিমা তৈরিতে বাধ সাধছে। প্রতিমা তৈরির খরচ বাড়ছে। নির্দিষ্ট যে সময়ে কাজ শেষ হওয়ার কথা সেই সময়ের মধ্যে প্রতিমা দেওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 12:50 PM IST