পানীয় জল-শৌচাগারের করুণ দশা, সাপখোপের উপদ্রব! মুর্শিদাবাদের 'এই' স্কুলে যেতে চাইছে না পড়ুয়ারা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Primary School: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পড়ুয়ারা স্কুলে যেতে চাইছে না
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ স্কুল থাকলেও চূড়ান্ত অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে। ব্যাহত হচ্ছে পঠনপাঠন। স্কুলে যেতে চায় না পড়ুয়ারা। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী চর পাতিবনা এলাকার ৫ নং জজিরা প্রাথমিক বিদ্যালয়ের হাল রীতিমতো বেদনাদায়ক। দীর্ঘদিন ধরে অব্যবস্থার শিকার এই বিদ্যালয় নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, বিদ্যালয়ে দু’টি টিউবওয়েল থাকলেও দু’টিই কার্যত জঙ্গলে ঢাকা অবস্থায় পড়ে রয়েছে। চারপাশে সাপ ও পোকামাকড়ের উপদ্রব। অন্যদিকে, পিএইচই প্রকল্পের ট্যাঙ্ক চার বছর ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। ফলে বিদ্যালয়ে শুদ্ধ পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। স্কুলের পড়ুয়ারা ঠিক মতো পানীয় জল পায় না বলে অভিযোগ।
আরও পড়ুনঃ অসুস্থ বৃদ্ধা, খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল! ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে আক্রমণ বিজেপি বিধায়কের
স্কুলের শৌচাগারের অবস্থা আরও ভয়াবহ। অভিভাবকদের অভিযোগ, শৌচাগার যেন কোনও পরিত্যক্ত ভাঙা ঘর। দুর্গন্ধে ভরা, সারাবছর ব্যবহারই হয় না। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পড়ুয়ারা স্কুলে যেতে চাইছে না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিভাবকরা বহুবার অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক টোটন মণ্ডল জানান, ‘আমি বিষয়টি বারবার উচ্চ দফতরে জানিয়েছি। কিন্তু এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমার একার পক্ষে কিছু করার নেই’। অন্যদিকে গ্রামবাসীদের দাবি, সরকার যখন সীমান্তবর্তী অঞ্চলে শিক্ষার উন্নয়নের নানা পরিকল্পনা নিচ্ছে, তখন এই বিদ্যালয়ের নাজেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্রকেই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 12:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পানীয় জল-শৌচাগারের করুণ দশা, সাপখোপের উপদ্রব! মুর্শিদাবাদের 'এই' স্কুলে যেতে চাইছে না পড়ুয়ারা