কদম দেউলী জলাধার থেকে জল ছাড়ার দৃশ্য দেখার জন্য উপস্থিত ছিলেন না একটি পর্যটকও। সকাল থেকেই হট টপিক, জলমগ্ন সিমলাপাল। ধারাবাহিক বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার শিলাবতী নদীর উপর সিমলাপাল সেতু। ওই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে।
আরও পড়ুন: টানা বৃষ্টি, হু হু করে বাড়ছে জল! সেতুর উপর আটকে গেল ৩ ট্রাক! ভয়ঙ্কর দৃশ্য বাঁকুড়ায়
advertisement
বিপদজনক অবস্থায় থাকা ওই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে সেতুর উপর আটকে যায় যানবাহন। শুধু সিমলাপাল সেতুই নয় শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও। বাঁকুড়া মানেই মুকুটমনিপুর এমনটা নয়! বাঁকুড়াতে রয়েছে একাধিক নাম না জানা জলাধার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইন্দপুরের কদমদেউলী জলাধার সেই নাম না জানা জলাধারগুলির মধ্যে অন্যতম। বৃষ্টি হলেই কিংবা জল বাড়লেই চোখ থাকে কংসাবতী জলধারের দিকে। তবে বাঁকুড়ার মানুষ ভুলেই যান বাঁকুড়াতে রয়েছে, তালবেড়িয়া, গাংদুয়া। দুই দিনের বৃষ্টির জেরে একটি নয়না অবিরাম দৃশ্য পর্যটকদের চোখের অভাবে একাকিত্বে পড়ে রইল।
নীলাঞ্জন ব্যানার্জী